পাতা:কাশীদাসী মহাভারত.djvu/৬০৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সচিত্র সম্পূর্ণ কাশীদাসী নারায়ণং নমস্কৃত্য নরঞ্চৈব নরোত্তমম্। দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়েৎ ॥ দ্রোণকে সেনাপতিকরণের মন্ত্রণা । মুনি বলে শুন পরীক্ষিতের তনয় । সমরে পড়িল যদি ভীষ্ম মহাশয় ॥ দশ দিন যুদ্ধ করি মারি সেনাগণ । আপন ইচ্ছায় তার হইল পতন ॥ ভীষ্ম যদি পড়িল আকুল দুৰ্য্যোধন । হাহা ভীষ্ম শবদ করি করয়ে রোদন ॥ মহাশোকে রোদন করেন সেনাগণ । কৰ্ণে চাহি কহিতে লাগিল দুর্য্যোধন ॥ ভীষ্মের মরণ কণ মনে পাই ত্ৰাস । যুদ্ধ করি প্রাণ দিবে কহিলেন ব্যাস ॥ তোমারে জিজ্ঞাসি সথে করহ বিচার । কারে সেনাপতি করি কে করিবে পার ॥ তোমা বিনা যোদ্ধাপতি নাহিক আমার । কেবল ভরসা আমি করিহে তোমার ॥ উপরোধ করি ভীষ্ম না করিল রপ । , তুমি মোরে ধরি দেহ ধৰ্ম্মের নন্দন ॥ যদি মোরে ধরি দেহ কুন্তীর কুমার । সত্য কহি শুন বীর সকলি তোমার ॥ এতেক শুনিয়া কহে কৰ্ণ মহাবীর । সদপে কহেন কথা নির্ভয় শরীর ॥ মহারাজ কোন চিন্তা না করিহ তুমি । একেল৷ পাণ্ডবগণে বিনাশিব আমি ॥ এত বলি ভুর্য্যোধন হরষিত মন । শীঘ্র অসি কর্ণেরে দিলেন আলিঙ্গন ॥ হেনকালে কহে কৃপাচাৰ্য্য মহামতি । সার কথা বলি শুন কুরু মহীপতি ॥ কর্ণ সেনাপতি নহে দ্রোণ বিদ্যমান । পৃথিবীতে বীর নাহি দ্রোণের সমান ॥ এক মহারথী দ্রোণ পৃথিবী ভিতরে। অৰ্দ্ধরথী বলি কহে কর্ণ ধনুৰ্দ্ধরে ॥ অতএব দ্রোণে তুমি কর সেনাপতি । শুনি হৃষ্ট ক’য়ে কহে গান্ধারী সন্ততি ॥ আজি সেনাপতি করি দোণ মহারথী । এত বলি দুর্য্যোধন চলে শীঘ্ৰগতি ॥ কৃপাচার্য্য অশ্বথামা কৰ্ণ ধনুৰ্দ্ধর । শকুনি দুৰ্ম্ম,খ সঙ্গে চলিল সত্বর ॥ হরষিতে দুর্য্যোধন সবারে লইয়া । দ্রোণের নিকটে তবে উত্তরিল গিয়া ॥ প্ৰণমিয়া কহিলেন রাজা দুৰ্য্যোধন । অবধান কর গুরু মম নিবেদন ॥ মহারথী দেখি ভীষ্মে কৈক্ষু সেনাপতি । উপরোধে না যুঝিল ভীষ্ম মহারথী ॥