পাতা:কাশীদাসী মহাভারত.djvu/৬১০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৬০২ ছিন্নমস্তার शान–बनाएडौ নীরজং ধ্যায়েচ্ছদ্ধং বিকসিতং সিতম I.[ মহাভারত। কোপেতে অৰ্জ্জুন যেন অনল সমান । দুৰ্য্যোধনে প্রহার করিল শত বাণ ॥ বাণাঘাতে দুৰ্য্যোধন মহাকম্পবান । বেগে পলাইয়া যায় লইয়া পরাণ ॥ বাণাঘাতে ব্যথিত হইল দুর্য্যোধন । রথ ল’য়ে সারথি যোগায় সেইক্ষণ ॥ রথে চড়ি পলাইয়া যায় দুৰ্য্যোধন । দেখি ক্রোধে অগ্রসর ন্দ্রোণের নন্দন ॥ .ধনঞ্জয় অশ্বথামা হয় মহারণ । বিস্ময় মানিয়া চায় যত যোদ্ধাগণ ॥ সন্ধান পূরিয়া অশ্বথামা মারে বাণ । অৰ্দ্ধপথে পার্থ করিলেন খান খান ॥ তবে ধনঞ্জয় বীর ক্রোধে হুতাশন । দ্রোণীর উপরে করে বাণ বরিষণ ॥ বৃষ্টিধারাবৎ বাণ করেন ক্ষেপণ। ' নিমিষেকে নিবরিল দ্ৰোণের নন্দন ॥ ; বাণব্যর্থ দেখি তবে বীর ধনঞ্জয় । মহাকোপে পুনশ্চ করেন অস্ত্রময় ॥ * বাণাঘাতে অশ্বথামা ব্যথিত হইল । মুর্চিস্থত হইয়া বীর রথেতে পড়িল ॥ মুছিত হইলে রথ ফিরায় সারথি । পলাইলা গেল অশ্বথামা যোদ্ধাপতি ॥ তবে দুঃশাসন বীর দেখি বৃকোদরে । হস্তীর উপরে চড়ি চলিল সত্বরে ॥ দুঃশাসনে দেখি কোপে বলে ভীমবীর । গদাঘাতে আজি তোর লোটাব শরীর ॥ দ্রৌপদীর মানস করিব আজি পূর্ণ। এত বলি গদা ল’য়ে ধায় অতি ভূর্ণ। হস্তীর উপরে গদা করিল ক্ষেপণ । পৃথিবীতে দন্ত দিয়া পড়িল বারণ ॥ হস্তী যদি পড়িল পলায় দুঃশাসন। সৈন্তের মধ্যেতে পশি রাখিল জীবন ॥ তবে বৃকোদর বীর ক্রোধে হুতাশন । গদার প্রহারে মারে রথ রথিগণ ॥ তবে অশ্বথামা বীর ধায় শীঘ্ৰগতি । যুদ্ধ করিবারে বাঞ্ছা ভীমের সংহতি ॥ שד অশ্বথামা.দেখি বীর চাপে নিজ রথে । ভয়ঙ্কর ধনুক তুলিয়া নিল হাতে ॥ বাণ বৃষ্টি করে দোহে দোহার উপর। দোহাকার বাণে দোহে হইল জর্জর ॥ কোপে অশ্বথাম বীর পরিঘ লইয়া । মারিলেন বৃকোদরে ক্রোধিত হইয়া ॥ অচেতন হৈল বীর পরিঘের ঘায় । রথের উপরে বীর পড়ি গেল ঠায় ॥ কতক্ষণে চেতন পাইয়া বৃকোদর। মহাকোপে উঠিলেন কম্পিত অধর ॥ " গদা ফেলি মারিলেন রথের উপর । চুৰ্ণ হৈল রথখান দেখি লাগে ডর ॥ সেইক্ষণে আর রথ যোগায় সারথি । তাহাতে চড়িয়া অশ্বথাম মহামতি ॥ ভীমের উপরে বীর এড়ে যত বাণ । { কাটি পাড়ে ভীম তাহা করি খান খান ॥ অতি ক্রোধে বৃকোদর জ্বলন্ত অনল । রথ এড়ি গদা ল’য়ে ধায় মহাবল ॥ রথের উপরে মারে দোহাতিয়া বাড়ি । চুৰ্ণ হৈল রথখান যায় গড়াগড়ি ॥ লাফ দিয়া অশ্বথামা পলাইয়া যায় । দেখি বৃকোদর বীর পাছে পাছে ধায় ॥ হেনকালে কর্ণ বীর হৈল আগুয়ান । ভীমের উপরে মারে চোক্‌ চোক্ বাণ ॥ বাণাঘাতে বৃকোদর হইল বিবর্ণ। কর্ণেরে এড়েন বাণ পূরিয়া আকৰ্ণ ॥ । যত বাণ এড়ে ভীম কর্ণ ফেলে কাটি । রথ এড়ি ধায় বীর মহাক্রোধে ফাটি ॥ গদা হাতে করি ক্রোধে ধায় মহাস্কর । গদা মারি অশ্ব রথ করিলেন চুর ॥ লাফ দিয়া কৰ্ণ বীর যায় পলাইয়া । শীঘ্ৰগতি আর রথে চড়িলেন গিয়া ॥ কর্ণ পলাইয়া গেল দেখি বৃকোদর। আপনার রথে গিয়া চড়িল সত্বর ॥ বাণ বৃষ্টি করে বীর সৈন্যের উপর । বাণেতে সকল সৈন্য করিল জর্জর ॥