পাতা:কাশীদাসী মহাভারত.djvu/৬১৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দ্ৰোণপৰ্ব্ব । ] Tপিবন্তীং রৌধিরং ধারাং নিজকণ্ঠ বিনির্গতীম্। দিতোরে বলি আজি অখণ্ডিত কথা । ] iট ফেলিব কর্ণ শকুনির মাথা ॥ | রুয়া লইয়া যাব ধৰ্ম্মরাজ আগে । i | বলি রক্তবর্ণ চক্ষু হৈল রাগে ॥ মেল বলিল আর না কর বড়াই । বিব কেমনে এডুইবা মোর ঠাই ॥ নিয়া কহিল তবে অৰ্জুন-নন্দন । র দুই বাণে কাটে সারথির মুণ্ড । iার দুই বাণ এড়ে কি কহিব কথা । কুগুল কাটি পাড়ে লক্ষণের মাথা ॥ দধি দুর্য্যোধন শোকে হৈল অচেতন । মে গড়াগড়ি দিয়া করয়ে রোদন ॥ iাণের নন্দন মোর অতি প্রিয়তর । "হাকার করে রাজা হইয়া কাতর ॥ :তার মরণ দেখি পদ্মবীর বেগে । মই বেগে আগু হৈল পদ্মবীরবর। ই বাণে কাটিলেক অর্জুন-কোঙর ॥ র্য্যোপন দেখি পুত্র হইল সংহার। মিতে পড়িয়া রাজা করে হাহাকার ॥ পুত্ৰশোকে তুৰ্য্যোধন হইল কাতর। ! পলাশ কৈল মোর অর্জুন-কোঙর ॥ I ই পুত্ৰ শোকে রাজা শোকাকুল মন । iতে গদ করি ধায় করিবারে রণ ॥ if জুনি বলিল আর কারে নাহি চাই । ধুবংশ-শত্রু দুষ্ট তোরে যদি পাই ॥ যি দুঃখ দিলে পিতা আদি পঞ্চজনে । iট পাশায় জিনি পাঠাইলে বনে ॥ অবিচার বিধি কত সবে আর ॥ ছে নাহি পলাইও প্রাণে পয়ে ভয় । হিয়া করই যুদ্ধ কুরু মহাশয় ॥ করিহ অবজ্ঞ বলিয়া শিশু মোরে । কুঞ্জর সারথি অশ্ব ফেলে Weసి এত বলি বাণ এড়ে পুরিয়া সন্ধান । গদা লক্ষ্যে মারিলেক তীক্ষ দশ বাণ দশ বাণে গদা কাটি সত্বর ফেলিল । তীক্ষ ভল্ল দশ গোটা অঙ্গে প্রহারিল ॥ বাণাঘাতে দুৰ্য্যোধন ব্যথিত অন্তর। বেগে পলাইয়া যায় ত্যজিয়া সমর ॥ অভিমনু্য বলে রাজা ন চাহি তোমায় । পলাইয়া যাও কেন শৃগালের প্রায় ॥ ক্ষণেক থাকিয়া যুদ্ধ কর মহাশয় । আজি তোমা পাঠাইব শমন-আলিয় ॥ এতেক বলিয়া গৰ্জ্জে অর্জুন-তনয় । পলাইল দুৰ্য্যোধন ব্যথিত হৃদয় ॥ এক রথে ভ্ৰমে বার অন্তর্জুন-কোঙর । নাহিক সভ্রম কিছু নির্ভয় অন্তর ॥ దS -- -= سنت صلى الله عليه وسلم يه.-- গগন ছা হয় বার করে অস্ত্রবৃষ্টি । বাণে অন্ধকার হয় নাহি চলে দৃষ্টি । অমর্থ সমর্থ বাণ, বীণ ব্রহ্মজাল । কৌশিক কপালা বাণ আর রুদ্রকাল । অৰ্দ্ধচন্দ্র ক্ষুরূপ। তেমির ভল্ল শর। বারুণ হতাশ বাণ সমরে হ্রকল্প ৷ কোন স্থানে অগ্নিবাণে পুড়ে তুলনগণ । কোন স্থানে মহাবড় বহিছে পবন ॥ কোন স্থানে মেঘগণে আবরিল ভাসু । মুঘলধারায় বৃষ্টি শীতে কাপে তনু ॥ ঢাকিল রবির তেজ হৈল অন্ধকার । চারিদিকে অস্ত্র পড়ে ন দেখি নিস্তার ॥ কাটি কর । ধনু সহ বামহস্ত কাটে আলো স্নার ॥ কাহার কাটিল মুণ্ড কুণ্ডল দহিত । নাসা শ্রাত কাটিল দখিতে বিপরীত ॥ বাণধুষ্টি করিলে পরিয়; সন্ধাম । কাহার কার্টিঃ পাড়ে পদ ছুইখান ॥ অস্ত্রাঘাতে কোন বীর করে ছটফুটি । কাটিয়া পাড়িল কার’ দন্ত দুই পাটি । দেখিয়া কৌরবগণ করে হাহাকার । অভিমনু্য একাকা করিল মহামার ॥