পাতা:কাশীদাসী মহাভারত.djvu/৬১৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বিকীর্ণকেশপাশাঞ্চ নানাপুষ্পসমন্বিতাম্। মহাভারত । । ه لانت F- | --~ এক শত সহোদর রাজা দুর্য্যোধন । - তাহা সবাকার যত আছিল নন্দন ॥T | অভিমত্যু বধ । একে একে অভিমন্ত্য করিল সংহার। মুনি বলে অপূৰ্ব্ব শুনহ জন্মেজয়। দেখি দুৰ্য্যোধন রাজ করে হাহাকার ॥ করিল অদ্ভুত যুদ্ধ অর্জুন-তনয় ॥ মুনি বলে শুন পরীক্ষিতের তনয় । রথে পড়ে তিন কোটি রর্থীবৃন্দবর। ধৃতরাষ্ট্রে সব কথা শুনায় সঞ্জয় ॥ ছয়বৃন্দ মদমত্ত পড়িল কুঞ্জর ॥ শুনহ নৃপতি তুমি অনর্থের কথা । সপ্ত পদ্ম অশ্ব পড়ে রণে আসোয়ার । হইল দৈবেতে বাম দারুণ বিধাতা ৷ পদাতিক সৈন্য পড়ে সংখ্যা নাহিতার ॥ অৰ্জুন-তনয় ষোল বৎসরের শিশু । শোণিতে হইল নদী ভাসে কত সেন । সৈন্যমধ্যে সিংহ যেন পায় বন্যপশু ॥ তরঙ্গে আতঙ্ক হয় রাশি রাশি ফেণী ॥ অন্ত করে সামন্ত অৰ্দ্ধেক এক আসি । কবন্ধ উঠিয়া কেলি করে তার রসে । দ্রেণি কণ রহিলেন সেই ভয় বাসি ৷ শোণিত সাগর মাঝে সণতারিয় ভাসে ॥ | অধোমুখ দুৰ্য্যোধন ম’নিয়া বিস্ময় । ঝনঝনি রণভূমি অস্ত্র অগ্নিবাণে । চিন্তিয় আকুল বড় চমকিয়া রয় ॥ প্রাণপণে যুঝে কৌরবের সেনাগণে ॥ উনশত ভাই তার হারাইল বোধ । এড়িল গন্ধৰ্ব্ব অস্ত্র অৰ্জ্জুন-তনয় । সমরে অসক্ত বড় যেমন অবোধ ॥ কৌরবের ঠাট কাটি করিলেক ক্ষয় ॥ নদী হৈল শোনিতে বহিয়া স্রোত যায় । পড়িল অনেক সেনা লেখা জোখ নাই ! প্রলযকালেতে স্বষ্টি নাশ হৈল প্রায় ॥ তরঙ্গে ঢাকিয়া অঙ্গ ভাসয় বেড়াই ॥ ধৃতরাষ্ট্র কহে শুন সঞ্জয় হুমতি । শোণিত হইল নার নৌকা করিধর । যতেক শুনি যে পড়ে মোর সেনাপতি ॥ রথচয় ভালে যেন রাজহংসবর ৮ T এক অভিমতু্য করে মেরে সেনাক্ষয় । অশ্ব সব ভাসি বুলে কচ্ছপের প্রায় । বড় বড় সেনাপতি পায় পরাজয় ॥ মানের সদৃশ নর ভাসিয়া বেড়ায় ॥ ঘোড়শ বংসর f? পূর্ণ নাহি হয় । তৃণের সমান ভাসে ধনু অস্ত্ৰগণ । কেহ ন পরিল তারে করিতে বিজয় । দেখিয়া শোণিত নদী ভাত সৰ্ব্বজন ॥ অদ্ভুত শুনিয়া মম কঁাপিছে হৃদয় । এতেক দেখিয় তবে শকুনি-নন্দন । ধন্য ধন্য মহাবীর অর্জুন তনয় ! রথেতে চড়িয়া গেল করিবারে রণ ॥ সঞ্জয় বলিল প্লাজ; শুনহ ক: ,ণ । দেখিয়া আঙ্গুনি ক্রোধে অনল সমান ! অভিমনু সহ যুঝে নাহি হেন জন ॥ ধনুক কাটিয়া তার করে খান খান ॥ পৰ্ব্বত কাটিয়া পাড়ে অভিমনু্য বাণ ; চারি বাণে কাটিল রথের হয় চারি । মহাধনুৰ্দ্ধর বীর বাপের সমান ॥ আর দুই বাণে তার সারথি সংহারি ॥ ধৃতরাষ্ট্র বলে মোর হেন লয় মন । সারথি পড়িল, রথ হইল অচল । সবারে মারিয়া যাবে অৰ্জ্জুন-নন্দন । বিস্ময় মানিয়া চাহে কৌরবের দল ॥ দ্রোণপৰ্ব্ব পুণ্যকথা অভিমনু বধে । পুনরপি অভিমনু এড়ে দুই বাণ । কাশীরাম দাস কহে শে, বন্দের পদে ॥ কৰ্ণ নাসা কাটিয়া করেন খান খান ॥ --- শ্রবণ নাসিক। গেল দেখিতে কুৎসিত। কাটিয়া পাড়িল মুণ্ড কুণ্ডল সহিত ॥