পাতা:কাশীদাসী মহাভারত.djvu/৬৪২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৬৩৪ জবাকুস্বমশঙ্কাশং দাড়িমী কুনুমোপমাং ॥ মহাভারত । পুনরপি দুইজনে হইল সংগ্রাম । নানা মায়া করে বীর অতি অনুপম ॥ দব্য রথে অলক্ষুষ করি আরোহণ। ভীমের নন্দনে করে বাণ বরিষণ ॥ তবে কটোৎকচ বীর গদা ল’য়ে ধায় । রথ অশ্ব চুৰ্ণ বীর করে এক ঘায় ॥ লাফ দিয়া পলাইল রাক্ষস ঈশ্বর । পুনরপি গদ ল’য়ে ধাইল সত্বর ॥ মহাযুদ্ধ করে দোহে ধরণী উপর । গদার প্রহারে দোছে হইল জর্জর ॥ পুনরপি রাক্ষস হইল লুকি কায় । কোথায় আছিয়ে কেহ দেখিতে ন পায় ॥ কতক্ষণে রাক্ষস আইল আরবার । সৈন্যের উপরে করে গদার প্রহার ॥ দেখিয়া ধাইল বীর হিড়িম্বানন্দন । পুনরপি দুইজনে করে মহারণ ৷ দিব্য রথে চড়ি দোহে করয়ে সমর । বাণীতে দোহার অঙ্গ হইল জর্জর ॥ তবে কোপে বাণ এড়ে ঘটোৎকচ বীর বাণে বিন্ধে অলস্কুষে করিল অস্থির ॥ সহিতে না পারি ভঙ্গ দিল দ্রডতগতি । পুনরপি লুকাইল রাক্ষসের পতি ॥ মায়া করি পর্বর্বত হইল নিশাচর । শত শৃঙ্গ ধরে তার মহাভয়ঙ্কর ॥ তার এক শৃঙ্গে রহে রাক্ষসের পতি ! রণস্থলে পৰ্ব্বত হইল শীঘ্ৰগতি ॥ মহাশবদ করি পড়ে সৈন্যের উপর । রথধ্বজ চূর্ণ করে সংগ্রাম ভিতর ॥ দেখি ঘটোৎকচ বীর ধাইল সত্বর । এক লাফে চড়ে গিয়া পৰ্ব্বত উপর ॥ পৰ্ব্বতের শৃঙ্গে দেখে বসেছে, রাক্ষস । গদ। হাতে করি ধায় অসীম সাহস ॥ এক গদাঘাতে সব মায়া কৈল চুর । অলম্বুষ পলাইয়া গেল অতি দূর ॥ পুনরপি রাক্ষস আইল আচম্বিত । দেখি ধায় ঘটোৎকচ নহে কিছু ভীত ॥ --~ একলাফে চড়ে তার রথের উপর । অলম্বুষ রাক্ষসেরে ধরিল সত্বর ॥ চুলে ধরি রাক্ষসেরে ভূমেতে পাড়িল । মুকুটির ঘায়ে তার মস্তক ভাঙ্গিল ॥ অলম্বুষ পড়িল তরাস কুরুদলে । মহামার ঘটোৎকচ করে রণস্থলে ॥ মহাভারতের কথা অমৃত-সমান । কাশীরাম দাস কহে শুনে পুণ্যবাণ ॥ ঘটোৎকচ কর্তৃক অলঙ্কৃষি বধ । পিতার মরণ দেখি অলম্বুধি বীর । সিংহনাদ করি আসে নির্ভয় শরীর ॥ হস্তীর উপরে বীর আরোহণ করি । নানা মায়া করে বীর হাতে ধনু ধরি ॥ দেখিয়া ধাইল ঘটোৎকচ মহাবলে । গদার প্রহার করে করিকুম্ভস্থলে ৷ পৃথিবীতে দন্ত দিয়া পড়িল বারণ । লাফ দিয়া পলাইল রাক্ষস দুর্জন ॥ পুনরপি অলপ্পুষি চড়ি দিব্য রথে । সংগ্রামের স্থলে আসে ধনুঃশর হাতে ; সন্ধান পূরিয়৷ বিন্ধে ঘটোৎকচ বীরে । সৰ্ব্ব অঙ্গ রক্তবর্ণ হইল রুধিরে ॥ তবে ঘটোৎকচ বীর ক্রোধে ভয়ঙ্কর । গদা ফেলি মারে তার রথের উপর ॥ গদার প্রহারে রথ চুপ হয়ে গেল । লাফ দিয়া অলস্কুযি ভূমিতে পড়িল ॥ ধনু অস্ত্র এড়ি তবে গদা নিল করে । গদ যুদ্ধ করে দোহে সংগ্রাম ভিতরে । i i | | 1 o t | i | ! মহাকোপে ডাক ছাড়ে করে মার মার ; দোহে দোহাকারে করে গদার প্রহর । মণ্ডলী করিয়া দোহে ফিরে চারিভিত ! কোপে হুহুঙ্কার ছাড়ে অতি বিপরীত ! তবে ঘটোৎকচ বীর মহামার কৈল । অলস্কৃষির সব্যস্থস্তে গদা প্ৰহারিল ॥ দারুণ প্রহারে হস্ত খণ্ড খণ্ড হৈল । | মৰ্ম্মব্যথা পেয়ে বীর ভূমিতে পড়িল ॥