পাতা:কাশীদাসী মহাভারত.djvu/৬৭৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শল্যপৰ্ব্ব । রক্তবস্ত্র পরিধানাং পাশাঙ্কুশ করোদ্যতাং ॥ ৬৬৫ -ল্য বলে ভীম তোর বড়ই সাহস । যুদ্ধ করি গেল তার শমন সদন । অকস্মাৎ গদা হানি চাহ নিজ যশ । ধনু ধরি শল্য আসি পুনঃ করে রণ ॥ দয়িতে আমার অস্ত্র দেখি পরাক্রম । ভীমসেন সাতকি সহিত পাণ্ডুমাথ । aড় দিনে আজি তোরে লইলেক যম । শল্যোপরি করিলেন ঘন বাণাঘাত ॥ এত বলি শক্তি ছড়ি দিল শল্যরাজে । নিজ অস্ত্রে কাটি পাড়ে শল্য মহাবীর । পড়িল নিৰ্ভয়ে আলি ভীম বক্ষ মাকে । পুনঃ আসি উপস্থিত যথা যুষ্ঠির ॥ বুক হৈতে ভীম শক্তি নিলেক তাড়িয়া । উভয়েতে মহাযুদ্ধ হয় অপ্রমিত । শল্য প্রতি মারে বেগে হুহুঙ্কার দিয়া ॥ বৃষ্টিধারা যেন পড়ে দেখি চতুর্তিত ॥ আঘাতে মুছিত হয় মদ্র অধিপতি। কাটেন শল্যের ধবজ ধৰ্ম্ম নরপতি । অন্তর হইয়। রথ রাখিল সারথি । ধৰ্ম্মের ধনুক শল্য কাটে শীঘ্ৰগতি । কোপে শল্যরাজ গদা নিল তার পর । আর ধনু লইয়া যুঝেন যুধিষ্ঠির । মাতুল আইস বলি ডাকে বৃকোদর ॥ নিবারিয়া করে যুদ্ধ শল্য মহাবীর ॥ আত্মপক্ষ ত্যাগ করি পরপক্ষে গিয়া । ক্রোধে ধায় চতুতিতে বাহিনী বিনাশে । এই অপরাধে মৃত্যু হইল আসিয়া ॥ দেখি যুধিষ্ঠির রাজা ভাবেন বিশেষে ॥ গদায় জানি যে তুমি বিক্রমে বিশাল । { আপন ভাগিন বধ কৈল মন্দ্রপতি । তোমার সহিত যুদ্ধ বাঞ্ছি চিরকাল ॥ ভীষ্ম দ্রোণ কণ যাহে না হইল কৃতী ॥ এত বলি দুই বীরে হৈল বোলচাল । ভীম সংহারিল দুর্য্যোধন সহোদর। গদায় গদায় যুদ্ধ বিক্রমে বিশাল ॥ মন্দ্রপতি বিনাশিতে হইল দুষ্কর । গদাযুদ্ধ বিশারদ দোহে মহাবীর । শ্ৰীকৃষ্ণর আজ্ঞা আছে শলোর নিধনে । বদন ক্রকুটি নাদে বাহিনী অস্থির ॥ প্রলয় .দখি যে শল্য আঞ্জিকার রণে ॥ গদাঘাতে কম্পমান দোহাকার অঙ্গ । হাfরলে কি গতি হবে পাব মহালাজ । ইন্দ্র বজ্রাঘাতে যেন ভাঙ্গে গিরিশৃঙ্গ । এইমত ভাবিয়া কহেন ধৰ্ম্মরাজ ॥ প্রথমে বিহবল দোহে সম দেখি বল । চক্রবুহু করি মোরে দোছে বল রাখ । স্বর্গেতে প্রশংসা করে অমর সকল । সহদেব নকুল আমার বামে থাক ॥ গদা এড়ি ধনু নিল মন্দ্রপতি রাজা । দক্ষিণেতে ধৃষ্টদ্যুম্ন আর যে সত্যকি । মহাযুদ্ধ করে বীর ভীম মহাতেজা ৷ ভীমসেন ধনঞ্জয় প্রধান ধনুকী ॥ তবে বৃকোদর বীর রথে চড়ে গিয়া । বিনাশিব শল্য আজি মা ভুল প্রবল । দেখি কৃপাচাৰ্য্য বীর আইল ধাইয়া ॥ শুনি চারিদিকে রহে হ’য়ে অনুবল । বইল তুমুল যুদ্ধ নাহি পরিমাণ । হইল প্রলয় যুদ্ধ ধৰ্ম্মরাজ ভাগে । দুৰ্য্যোধন শল্য এল আর চেকিতান । শল্যের সহায়ে দৌণি যাইলেন আগে ॥ মহাঘোর যুদ্ধ হৈল না যায় বর্ণন । সহিতে না পারি ভঙ্গ দিল সৰ্ব্বজনে । "ৰ গজ রক্তে ভালি বুলে সৰ্ব্বজন ॥ দক্ষিণে নিবারে ভীম কৌরব প্রধানে । শ্য মই যুকে পুনঃ প্রধান পাণ্ডৰ । কৃপাচার্য্যে নিবারেণ বীর ধনঞ্চয় । - *ংযুদ্ধ হৈল যেন উথলে অর্ণব s এইরূপে মহাযুদ্ধ হইল প্রলয় ॥ *সেন মদ্ৰসেন হৈল আগুয়ান । যুধিষ্ঠিরে শল্য যুদ্ধ সমান সন্ধান । . Yo፡ সহ যুঝে হয়ে সাবধান । সৰ্ব্বাঙ্গে রুধির ধারা পড়ে দোহার সমান ॥