পাতা:কাশীদাসী মহাভারত.djvu/৭০০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

*७ऽकT _দ্ধশতত্তং জ্বলন্ত্রেদুসমদ্বিতংT _Uমহাভাদ্ধ যুধিষ্ঠির চাহি বলিলেন বলরাম । তারপর রাজকাৰ্য্যে রত নরবর_ এ ভূমিতে না করাও দোহার সংগ্রাম ॥ দরিদ্র দুঃখীরে দান করে নিরস্তর। সমস্তপঞ্চক নাম কুরুক্ষেত্র জানি । প্রতিদিন এইমতে চষেণ ভূপতি । শুনিয়াছি মুনিগণ বদনে কাহিনী ॥ সহস্ৰ বৎসরকাল চষিলেন ক্ষিতি ৷ সেই স্থানে হয় যার সমরে বিনাশ । একদিন চষে রাজা আপনার মনে । চিরকাল হয় তার স্বগেতে নিবাস ॥ ছদ্মবেশে সহস্ৰাক্ষ গেলেন সে স্থানে ॥ হ্রদতীর নহে শুন সংগ্রামের স্থান । এই মত ধৰ্ম্মেরে কহিলা ভগবান ॥ সাধুবাদ করিলা সকলে হলধরে । তখনি গেলেন কুরুক্ষেত্র তীর্থর্বরে ॥ সমর আরম্ভ হৈল ভীম দুৰ্য্যোধনে । বসিল সকল লোক যথাযোগ্য স্থানে ॥ মহাভারতের কথা সমান পীযুষ । যাহার শ্রবণে নর হয় নিষ্কলুষ ॥ কুরুক্ষেত্রের বিবরণ । জিজ্ঞাসিল মুনিবরে রাজা জন্মেজয় । কুরুক্ষেত্র মহিমা বলহু মহাশয় ॥ পুণ্যক্ষেত্র কেমনে হইল সেই স্থান । আমাকে বলহ মুনি করিয়া ব্যাখ্যান ॥ মুনি বলে শুন পরীক্ষিতের নন্দন । তোমাকে জানাব কুরুক্ষেত্র বিবরণ ॥ তব পূৰ্ব্বপুরুষ ছিলেন কুরুরাজা । পুত্রবৎ করিয়া পালিত সব প্রজা ॥ প্রতাপে ছিলেন রাজা মহাধনুৰ্দ্ধর । সসাগর। পৃথিবীর হইল ঈশ্বর ॥ বিপক্ষ দলন মহারাজ চক্রবর্তী । পৃথিবী পুরিয়া যার যশ আর কীৰ্ত্তি ॥ ধনুক অভ্যাস ভূগুরামের সমান । পরম যোগেন্দ্র শুকদেব সম জ্ঞান ॥ প্রভাতে উঠিয়া নিত্য করে স্বানপূজা । বৃহৎ লাঙ্গল এক স্কন্ধে নিয়া রাজা ॥ ছুই নীল বৃষ নিজে যুড়িয়া লাঙ্গলে । প্রহর পর্য্যন্ত চষে মহা কুতুহলে। প্রহর পর্য্যন্ত বৃষ যতদুর যায়। সেইক্ষণে চাষে ক্ষমা দেন কুরুরায় ॥ জিজ্ঞাসা করিল ইন্দ্র চাতুরী করিয়া। নৃপবর এই ক্ষেত্ৰ চয কি লাগিয়া ॥ রাজা হ’য়ে কেন কর কৃষকের কৰ্ম্ম । ইহার কি মৰ্ম্ম রাজা কিবা আছে ধৰ্ম্ম। রাজা বলিলেন স্বর্গে ইন্দ্রের শাসন। ধৰ্ম্মাধৰ্ম্ম করয়ে যতেক রাজগণ ॥ পুরন্দর তুষ্ট হৈলে সৰ্ব্ব ধৰ্ম্ম হয়। চরিবেদে এই কথা বিদিত নিশ্চয় ॥ স্বগেতে অধীপ হৈল কশ্বাপের মৃত । র্তার অংশে রাজগণ ভূমি পুরুছুত । যত কৰ্ম্ম করিবেন ক্ষিতির রাজন। তার ধৰ্ম্মাধৰ্ম্ম পান সহস্ৰলোচন ॥ আপনি করিব যজ্ঞ এই ক্ষেত্রমাঝে ; অগ্র যজ্ঞভাগেতে তুষিব দেবরাজে। রাজার এতেক শুনি ধাৰ্ম্মিক বচন । তুষ্ট হ’য়ে কহিলেন সহস্ৰলোচন ॥ আমি ইন্দ্র শুন রাজা বলি পরিচয় । ইষ্টবর মাগ রাজা যেবা মনে লয় ॥ লাঙ্গল ছাড়িয়া রাজা গলে বস্ত্ৰ দিয়া । ইন্দ্রের চরণযুগে পড়িলেন গিয়া । তুমি ছদ্মরূপধারী দেব স্বরপতি । চৰ্ম্মচক্ষে চিনিতে ন পারি মুঢ়মতি ৷ ইন্দ্র বলিলেন রাজা কিছু নাহি পাপ । স্তুতিবাদ করি কেন বাড়াও সন্তাপ ৷ বর মাগ রাজা তব যেবা লয় মন । মনোনীত বর দিব শুনহ রাজন । রাজা বলে স্বরপতি কর অবধান । মোরে বর দিয়া প্ৰভু করছ বিধান । সহস্ৰ বৎসর আমি চষিয়াছি কুমে । কুরুক্ষেত্র বলয়া হউক মম নামে ।