পীতাম্বরং নীলবৰ্ণং শ্ৰীবৎসপদভূষিতম্।
ভূতলে পড়িল ঠায় ।
ుసాషి [ মহাভারত। সঘনে গর্জন, করে ছুই জন, দেখি নারায়ণে, বিনয় বচনে,
যেমন দুই কেশরী ॥ - জিজ্ঞাসেন ধৰ্ম্মরায় ॥ যেন দুই হাতী, ধায় দ্রুতগতি, কহ দামোদর, কৌরব ঈশ্বর, পদভরে কাপে ক্ষিতি । ভীমে গদা প্রহারিল । দুই বৃষে যেন, । করয়ে গর্জন, ভীম মহাবল, হইয়া বিকল,
কম্পিত শেষাহিপতি ॥ যুদ্ধে অচেতন হৈল ॥ ভীম বামাবর্তে, ফিরে মহাসত্ত্বে, মহাবলবন্ত, কৌরব দুরন্ত,
দক্ষিণে কৌরবপতি । ভীম হৈতে বলবান । পৰ্ব্বত সমান, দুই বলবান, প্রলয় সংগ্রাম, করে অবিরাম,
ফিরিছে পবন গতি ॥ কহ হেতু ভগবান ॥ বাকৃযুদ্ধ আগে, করে দোহে রাগে, গোবিন্দ কহেন, করহ শ্রবণ,
কেহ আর নহে উন। দুৰ্য্যোধন রণে কৃতী । ভীম মহাযোদ্ধা, ফিরাইছে গদা, | জানাই তোমাতে, ভীমসেন হৈতে,
দুৰ্য্যোধন পুনঃ পুনঃ u । বলাধিক কুরুপতি ॥ - সাঞি সাঞি ডাকে, গদা ঘন পাকে, শুনি যুধিষ্ঠির, হইয়া অস্থির, দুজনে ভ্রময়ে কোপে । জিজ্ঞাসেন হরি স্থানে । দুই পদভরে, টলমল করে, দুর্য্যোধন কৃতী, বলিলা ক্রীপতি,
সঘনে অবনী কাপে ॥ বুঝি জয় নাহি রণে ॥ দুই গদাঘাত, যেন বজ্রপাত, কহেন শ্ৰীকান্ত, রাজা হও শান্ত?
ঠনঠনি শব্দ শুনি । - ভয় নাহি কর মনে । দুৰ্য্যোধন অঙ্গে, ভীম মহারঙ্গে, উপায় ইহার, আছে সরোদ্ধার,
করে গদার ঘাতনি ॥ - কহিব দেব এক্ষণে ॥ মহা গদাঘাত, খেয়ে কুরুনাথ, গোবিন্দ বচনে, স্থির হয়ে মনে,
পড়িল ধরণীতলে । i রহিলেন ধৰ্ম্মস্থত । পড়ি ক্ষণমাত্র, ধৃতরাষ্ট্র পুত্র, । পবন-নন্দন, পাইয়া চেতন,
সেইক্ষণে উঠে বলে । উঠিলেন অতি দ্রুত ॥ পুনঃ দুই বীরে, গদা নিয়ে করে, পুনঃ গদা তুলি, করিয়া মণ্ডলী, মণ্ডলী করিয়া ফিরে । t ভ্ৰমে ভীম দুৰ্য্যোধন। গদার প্রহার, করে মহামার, নিজ উরুতলে, করাঘাত ছলে,
দুজনে হানে দোহারে ॥ মারিলেন নারায়ণ ॥. * রাজা দুৰ্য্যোধন, হয়ে কোপ মন, | পবননন্দন, e ছিল বিস্মরণ, গদা প্ৰহারিল ভীমে । আপন প্রতিজ্ঞা কথা । বীর বৃকোদর, কঁপি থর থর, কৃষ্ণের সঙ্কেতে, পড়িল মনেতে,
সঘনে পড়িল ভুমে ॥ হইলেন সব জ্ঞাত ॥ হয়ে অচেতন, পবন-নন্দন, বলরাম কাছে, যুদ্ধস্থলে আছে,
নাহিক অন্যায় রণ।
পাতা:কাশীদাসী মহাভারত.djvu/৭০২
পরিভ্রমণে ঝাঁপ দিন
অনুসন্ধানে ঝাঁপ দিন
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
