পাতা:কাশীদাসী মহাভারত.djvu/৭১১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

\সাপ্তিকপৰ্ব্ব । ] দেবদানব গন্ধৰ্ব্ব যক্ষ বিদ্যাধরোরগৈঃ । ఆసిపా শিবির নিকটে উভরিল তিন জন । অভক্ত তোমার যেই, সদা ছুঃখে মরে সেই, পশিতে বিরোধী হৈল নর এক জন ॥ বদ্ধ থাকে নাহি কাটে কাল ॥ বিভূতি ভূষণ তার অঙ্গে ফণিহার । জ্ঞানোদয় নাহি হয়, সদা অন্ধকারময়, চতুভুজ ত্রিলোচন শিরে জটাভার ॥ বৃথা সেই ভ্ৰমে অবিরত । ব্যাঘ্ৰচৰ্ম্ম পরিধান করেতে ডস্কুর । না বুঝে ধৰ্ম্মের মৰ্ম্ম, যেমতে আপন কৰ্ম্ম, দিব্যরূপ দ্বারে বসি আছে মহাশূর ॥ ফল পায় সেই সেইমত । এইরূপে দ্বার রক্ষা করেন শঙ্কর । নিষেধ করেন তারে যাইতে ভিতর ॥ গঙ্গালজলে পুষ্প দিয়া করিল অর্চন । পূজা সারি স্তব করে দোণের নন্দন ॥ কাশীরাম দাস কহে শুন সৰ্ব্বজন । যেইরূপ স্তব করে দ্রোণের নন্দন ॥ অশ্বথাম কর্তৃক শিবের স্তৰ । শুন প্রভু দিগম্বর, বাঞ্ছা পূর্ণ কর হয়, আমি দীন হীন অভাজন । ক্ষমা কর দোষ যত, আমি তব অনুগত, নাহি জানি ভজন পূজন ॥ আকাশ পাতাল ভূমি, স্থাবর জঙ্গম তুমি, দশ দিক অষ্ট কুলাচল । ক্ষিতি অপ তেজঃ বোম,পবন ভাস্কর সোম, তব মুক্তি বিশেষ সকল । কি কব তোমার তত্ত্ব, ভূমি রজঃ তুমি সত্ত্ব, তমোগুণে করছ সংহার । পড়িয়াছি এই দায়, উদ্ধার করহ তায় । তোমা বিনা কেব৷ আছে আর ॥ ভজনবিহীন জন, হের প্রভু ত্রিলোচন, লজ্জা রক্ষা কর এইবার । কাতর এ দীন জানি, কৃপা কর শূলপাণি, তোমা বিনা গতি কি আমার ॥ নমতি কুমতি দাতা, তুমি সবাকার ধাতা, পাষণ্ড কি জানিবে মহিমা । ভক্তজনে জানে তত্ত্ব, ও চরণে সদা মত্ত, গুণাতীত গুণে নাই সীমা ॥ তৰ ভক্ত যেই জন, তার নহে দুঃখী মন, সদা স্থখে বঞ্চে চিরকাল । যদি জ্ঞান হয় তার, তবে ঘুচে অন্ধকার, তব পদ আশ্রয় করিলে । দিনে দিনে বাড়ে মান, পুনঃ হয় পুণ্যবান, ভক্তিতে কেবল ইহা মিলে ॥ এমন নামের গুণ নিগুণের জন্মে গুণ, গুণিগণে অধিক বাহুল্য । অনায়াসে মুক্ত হয়, যেই জন নাম লয়, পৃথিবীতে নাহি তার তুল্য । - এত বলি দ্রোণপুত্র, স্তব করি শুদ্ধচিত্ত, মহেশের ভুলাইল মন । সদয় হইয়া হর, তারে কন নিতে বর, কি বাসন বলহ এখন ॥ দৌণি বলে এই বর, দেহ দেব দিগম্বর, বাঞ্ছা পূর্ণ যেন মম হয় । করি গিয়া শত্রুনাশ, দ্বার ছাড়ি কৃত্তিবাস, এই বর দেহ মহাশয় ॥ অশ্বথামার শিবিরে প্রবেশ ও খৃষ্টছায়াদি বধ । গিরিশ বলিল ইহা করিতে না পারি। পুরী রক্ষা করি আমি হইয়া যে দ্বারী ॥ ७ बन्न छोंक्लिग्न यांशं यांशी लग्न अन । দ্রোঁশি বলে অন্য বরে নাহি প্রয়োজন ॥ যদি কদাচিৎ এই বর নাহি দিবে। বলিদান গ্রহণ করহ দেব তবে ॥ দিব্য অস্ত্র যুড়ি অগ্রে জ্বলিল অনল । পুড়িয়া মরিতে যায় দ্রোণি মহাবল । বহু স্তব করিতে লে না করিল ক্রটি । নিবারিয়া বর মাগ বলিলা ধূর্জটি । দৌণি বলে যদি বর দিবে ত্ৰিলোচন । কৃপায় করছ মম প্রতিজ্ঞ পুরণ ৪