পাতা:কাশীদাসী মহাভারত.djvu/৭২২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সচিত্র সম্পূর্ণ কাশীদাসী ു নাৰীগশল্পী ।


- اختیجتيجين حيويجيت کصے

নারায়ণং নমস্কৃত্য নরঞ্চৈব নরোত্তমম্। দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়েৎ • বৈশম্পায়নের প্রতি জন্মেজয়ের প্রশ্ন । জন্মেজয় বলিলেন শুন-মহাশয় । কুরুক্ষেত্র যুদ্ধ শুনি ঘুচিল সংশয় ॥ একাদশ অক্ষৌহিণী সমরে পড়িল । তিন জন মাত্র তাহে রক্ষা যে পাইল ॥ পরে কি হইল মুনি বলহ আমারে । আদ্যোপান্ত যত কথা জিজ্ঞাসি তোমারে ॥ কি করিল শুনি ধৃতরাষ্ট্র পুত্ৰশোকে । সান্থনা করিল কহ কোন কোন লোকে ॥ /দুৰ্য্যোধন হেন পুত্র মরিল যাহার। কেমনে শোকেতে প্রাণ রহিল তাহার ॥ গান্ধারী কিমতে বঁচিলেন পুত্ৰশোকে । বিবরিয়া সেই সব বলহ আমাকে ॥ মৃত তনু কোনমতে হইল সৎকার । , কুরুক্ষেত্রে হৈল যত ক্ষত্রিয় সংহার ॥ মুনি বলে শুন রাজা সে সব কথন । যে কৰ্ম্ম করিল শোকে কৌরবনন্দন ॥ " সঞ্জয় কহিল ধৃতরাষ্ট্র নৃপবরে। সেই সব বিবরণ কহিব তোমারে ॥ শতপুত্র নাশে ধৃতরাষ্ট্রের খেদ ও র্তাহার সাহ্মা । দুৰ্য্যোধন-মৃত্যু কথা, সঞ্জয় কহিল তথা, ধৃতরাষ্ট্র শুনিল প্রভাতে । যেন হৈল বজ্রাঘাত, আকাশের চন্দ্রপাত, কৰ্ণ যেন রুদ্ধ হৈল বাতে ॥ সকল পৃথিবীপতি, দুৰ্য্যোধন মহামতি, বলে ইন্দ্র না হয় সোসর। হেন পুত্র যার মরে, সে কেমনে প্রাণ ধরে, শোকেতে হইল জর জর ॥ পুত্ৰশোকে নরপতি, বিহবল পড়িল ক্ষিতি, নয়নে বীরয়ে জলুধার । বায়ুভগ্ন যেন তরু, শোক হৈল অতি গুরু, পড়িয়া করয়ে হাহাকার ॥ একশত পুত্র আর, মরিলেক পরিবার, সঞ্জয় কহিল নৃপবরে । হা পুত্র হা পুত্র করি, পড়ে কুরু অধিকারী, বজ্ৰাঘাত পড়ে যেন শিরে ॥ বিধি কৈল হেন দশ, মনে ছিল যত আশা, দুর হৈল দৈবের ঘটন। শতপুত্র বিনাশিল, একজন না রহিল, শ্ৰোদ্ধ শান্তি করিতে তপণ ॥