পাতা:কাশীদাসী মহাভারত.djvu/৭৫৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শান্তিপৰ্ব্ব । ] মহাকালের ধ্যান—ধূম্ৰবৰ্ণং মহাকালং জটাভারাস্থিতং যজেৎ । ዓ8¢ পুষ্পোপ্তানে পুষ্প যেই করয়ে হরণ । তাহার পাপের কথা শুন দিয়া মন ॥ শে’কুল কণ্টক বন অতি ভয়ঙ্কর । উৰ্দ্ধমুখ করি ফেলে তাহার উপর ॥ এইরূপে শত শত অশেষ যাতন । যেন তাপ তেন ভোগ না হয় বর্ণন ॥ স্বহস্তে ব্রাহ্মণ বধ করে যেই জন । অসংখ্য যাতনা তারে ভুঞ্জায় শমন ॥ যাহার যেমন পাপ ভোগে সে তেমন । সংক্ষেপে জানাই পাপ ভোগের কথন ॥ বিস্তারিয়া কহি যদি শতেক বৎসর । তবু শেষ নাহি হয় ধৰ্ম্ম নৃপবর ॥ অতঃপর শুন ধৰ্ম্মফলের লক্ষণ । যাহা হৈতে পাপ ভোগ হয়ত খণ্ডন ॥ মহাভারতের কথা অমৃত লহরী । শুনিলে অধৰ্ম্ম-খণ্ডে পরলোকে তরি ॥ চন্দ্রচূড় চরণে করিয়া নমস্কার । কাশীদাস কহে শান্তিপৰ্ব্ব কথা সার ॥ ধৰ্ম্মফল কথন । বৃত্তিদান দিয়া যেই স্থাপয়ে ব্রাহ্মণে । তার পুণ্যফল কত কহিব বদনে ॥ বরঞ্চ ভূমির রেণু গণিবারে পারি। সমুদ্রের জল বরং কলপিতে ভরি ॥ তথাপি তাহার পুণ্য না হয় বর্ণন । ইতিহাস বলি এক শুন দিয়া মন ॥ স্তবোধ নামেতে এক বিপ্রের নন্দন । কুণ্ডীন নগরবাসী মহাতপোধন ॥ অষ্টভাৰ্য্য। শতপুত্র কন্যা শত জন । সম্পদবিহীন দ্বিজ অদৃষ্ট কারণ ॥ নানা দুঃখ ক্লেশ দ্বিজ করে অনিবার । তথাপি ভরণ নাহি হয় স্থত দণর ॥ অন্ন বিনা শিশু পুত্র শিশু কন্যাগণ । দ্বারে দ্বারে বুলে তারা করিয়৷ ক্ৰন্দন ॥ দুঃখিত সন্তান জানি যত পুরজন । মৃণা বাসি ক্রোধে সবে করয়ে তাড়ন ॥ যার স্থানে যে বাঞ্ছা করয়ে দ্বিজবর । নাছি দেয় দুঃখী হেতু বলে কটুত্তর ॥ এইমত দুঃখে কাল কাটে তপোধন। একদিন গৃহে বসি ভাবে মনে মন ॥ পৃথিবীতে বৃথা জন্ম ধনহীন জনে । সৰ্ব্বহুখে হীন নর সম্পদবিহনে ॥ " কুলীন পণ্ডিত কিবা জন্ম মহাকুলে । নৃপতি হউন কিবা বলে মহাবলে । ধনহীন পুরুষে না মানে কোনজন । ধন যার থাকে, হয় সৰ্ব্বত্র পূজন ॥ যে জনের ধন নাহি বিফল জীবন । ফলহীন বৃক্ষ যেন ছাড়ে পক্ষিগণ ॥ জ্ঞাতি বন্ধু ভ্ৰাতৃ মিত্র আদি পরিবার। অন্যের থাকুক দায়, ছাড়ে স্থত দণর ॥ জলহীন সরোবর না হয় শোভন । ধনহীন পৃথিবীর মনুষ্য তেমন ॥ চন্দ্রহীন রাতি যেন সব অন্ধকার । ধনহীন তেমন না শোভে পরিবার ॥ দ্বিজ ক্ষত্র বৈশ্ব কিম্ব জন্ম শূদ্রকুলে। চণ্ডালাদি জন্ম কিম্বা হউক ভূতলে ॥ ধনবান হৈলে হয় সৰ্ব্বত্র পূজিত । ধনেতে সর্বত্র মান বিধি নিয়োজিত । পাপী কিম্বা চোর যদি হয় দুষ্টজন। ধন যদি থাকে হয় সৰ্ব্বত্র সম্মান ॥ সুখ দুঃখ ফল দুই অদৃষ্ট কারণ । বিধির লিখন যাহা না হয় খণ্ডন ॥ কেহ কেহ বলে দুঃখ স্থান হৈতে পায় । স্বস্থান ছাড়িয়! যদি অন্য স্থানে যায় ॥ স্থানদোষে দুঃখ পায় স্থানে শোক হয় । অদৃষ্ট হইতে সেই শাস্ত্রমত কয় ॥ এইরূপে দ্বিজবর অনেক চিন্তিল । সে স্থান ছাড়িয়া শীঘ্ৰ গমন করিল ॥ কৌশল নামেতে রাজা কোশল দেশেতে। পরিবার সহ দ্বিজ চলিল তথাতে ॥ বৃত্তিদান মাগিলেন নৃপতির স্থান । নৃপতি করেন যথাযোগ্য বৃত্তিদান ।