পাতা:কাশীদাসী মহাভারত.djvu/৭৬৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৭৫৬ স্বাক্ষস্থ নীলকণ্ঠম সর্বাভরণভূৰিভক্ষ প্রয়াগে কামনা করি ডুবিয়া মরিল। মম পতি সম রূপ সে জন হইল । দুই পতি হৈল মম দৈব নিৰ্ব্বন্ধন । প্রয়াগ মহিমা কিছু না যায় কথন । এইরূপে মনে মনে করিল চিন্তন । বৈকুণ্ঠের দ্বারী হয়ে রহে তিন জন ॥ মহাভারতের কথা অমৃত লহরী। শুনিলে অধৰ্ম্ম খণ্ডে পরলোকে তরি ॥ মস্তকে বন্দিয়া চন্দ্রচুড় পদরজ । কহে কাশীদাস গদাধর দাসাগ্রজ ॥ পরশুরামের তীর্থপর্য্যটন । ভীষ্ম বলিলেন শুন ধৰ্ম্মের নন্দন । আর কিছু ইতিহাস শুন দিয়া মন ॥ কৌণ্ডিচ্চ নামেতে মুনি বিখ্যাত ভুবন । তীর্থযাত্রা করি তিনি করেন ভ্রমণ ॥ ভাগীরথী বারাণসী প্রভাস পুষ্কর। বিন্দুক্ষেত্রে বিন্দুত্ত্বদ বিরজা ছুক্ষর ॥ ইন্দ্ৰদ্যুম্ন সরোবর সরযু কেদার। মান-সরোবর আদি তীর্থ হরিদ্রার ॥ একে একে সব তীর্থ করিয়া ভ্রমণ । ব্ৰহ্মহদক্ষেত্রে তবে করিল গমন ॥ বিপুল বিস্তার হ্রদ দেখিতে সুন্দর। বৃহৎ কুম্ভীর থাকে তাহার ভিতর ॥ পূৰ্ব্বেতে পরশুরাম ভূগুবংশপতি । টাঙ্গিতে হ্রদের দ্বার কাটেন ঝটিতি ॥ খণ্ডিত হইয়া জল হুইল বাহির । হরিদ্বার দিয়া বহে মহাস্রোত নীর ॥ দ্বার মুক্ত করি স্নান করে তপোধন । মাতৃবধপাপে রাম হুইল মোচন ॥ এত শুনি জিজ্ঞাসেন ধৰ্ম্মের নন্দন । কহ শুনি পিতামহ সবিস্ময় মন ॥ মহাধৰ্ম্মশীল রাজা ভূগুবংশমণি । কি কারণে মাতৃবধ করিলেন শুনি ॥ সৰ্ব্ব গুরু হৈতে শ্রেষ্ঠ গণি যে জননী । হেন কৰ্ম্ম কি কারণে করিলেন মুনি ॥ " [ মহাভারত । ভীষ্ম বলিলেন তাহ শুনহ রাজন । ভুবনে বিখ্যাত জমদগ্নি তপোধন । রেণুকা নামেতে র্তার ভার্ষ্য গুণবতী । পুত্র বাঞ্ছা করি স্বামী সেবা করে অতি ॥ ক্রমে ক্রমে পঞ্চ তার জম্মিল নন্দন । কনিষ্ঠ তাহার রাম প্রতাপে তপন । ধনুৰ্ব্বেদ শিখিলেন বশিষ্ঠের স্থানে । রামের সমান বীর নাহি ত্রিভুবনে ॥ একদিন জমদগ্নি ছলিতে কুমারে । গৃহিণীকে বলিলেন জল আনিবারে ॥ শীঘ্ৰগতি জল আনি দেহত আমারে । তপণ করিব আমি জানাই তোমারে ॥ " এত শুনি কলসী আনিয়া শীঘ্রতর । , জল আনিবারে যায় সিন্ধু সরোবর ॥ হেনকালে চলি যায় ঘৃতাচী অপলরী। " তার রূপে মুগ্ধ হয় গাধির কুমারী ॥ . মুহুর্তেকে তার রূপ করে নিরীক্ষণ । যতক্ষণ তার প্রতি চলিল নয়ন ॥ সে কারণে বিলম্ব হইল কতক্ষণ । জল ল’য়ে দ্রুতগতি করিল গমন ॥ বিলম্ব দেখিয়া মুনি ক্রোধিত হইল । জ্যেষ্ঠ পুত্রে চাহি দ্রুত ডাকিয়া কহিল ॥ জমনীর মাথা কাটি আনহ ত্বরিত । এত শুনি জ্যেষ্ঠপুত্র হইল ভাবিত ॥ মাতৃবধ-পাপ চিন্তি না শুনিল বাণী । আর তিন পুত্রেরে বলিল মহামুনি ॥ কেহ না শুনিল বাক্য ক্রোধে মুনিবর । কনিষ্ঠ নন্দন রামে বলিল সত্বর ॥ জননী সহিত কাটি চারি সহোদর। আমার আজ্ঞায় তাত ফেলাও সত্বর ॥ এতেক শুনিয়া রাম বিলম্ব না করি । মাতৃ সহ কাটিলেন সহোদর চারি ॥ দেখিয়া পুত্রের কৰ্ম্ম সবিস্ময় মন । তুষ্ট হৈয়া জমদগ্নি বলেন বচন ॥ চিরজীবী তাত তুমি হও মম বরে। তোমা সম বীর কেহ নহিবে সংসারে ॥