পাতা:কাশীদাসী মহাভারত.djvu/৭৯৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সচিত্র সম্পূর্ণ কাশীদাস। নারায়ণং নমস্কৃত্য নরঞ্চৈব নরোত্তমম্। দেবীং সরস্বতীং ব্যাসং ততো ‘জয়মুদীরয়েৎ ॥ যুধিষ্ঠিরের উদ্বেগ ও ব্যাসের উপদেশ । জিহ্বাসেন জন্মেজয় কহু তপোধন। কি কি কৰ্ম্ম করিলেন পিতামহগণ ॥ মুনি বলে শুন তবে শ্ৰীজনমেজয় । রাজ্যে রাজা হইলেন ধৰ্ম্মের তনয় ॥. কিন্তু উপরোধে রাজ্য নিয়া যুধিষ্ঠির । প্রজাগণ পালন করেন ধৰ্ম্মবীর ॥ রামের পালনে যেন অযোধ্যার প্রজা । সেইমত প্রজার পালক মহাতেজ ॥ রাজ্যভোগ যুধিষ্ঠির না চাহেন মনে । সদাই থাকেন ধৰ্ম্ম বিরল বদনে ॥ ভীমাৰ্জ্জুন সহদেব নকুল স্বমতি । লইয়া করেন যুক্তি ধৰ্ম্ম নরপতি ॥ শুনহ অর্জুন তুমি আমার বচন । স্থির নহে চিত্ত মম কিসের কারণ ॥ রাজ্য ধন দেখিয়া আমার নহে প্রীত । সতত চঞ্চল চিত্ত সদা হয় ভীত ॥ কি বুদ্ধি করিব আমি জিজ্ঞাসিব কায় । সৰ্ব্বদা ব্যাকুল চিত্ত না দেখি উপায় ॥ না হেরি নয়নে মোর কৃষ্ণ কালাচাদে । চঞ্চল চকোর চিত্ত প্রাণ সদা কাদে ॥ দ্বারকানগরে তিনি গেলেন সম্প্রতি । কে আর করিবে দয়া পাওবের প্রতি ॥ অতএব উঠে চিত্তে অনেক জঞ্জাল । সৰ্ব্ব শূন্য দেখি সখে না হেরি গোপাল । অৰ্জ্জুন বলেন চিন্তা না কর রাজন । আসিবেন কৃষ্ণ তুমি করিলে স্মরণ ॥ যুধিষ্ঠির স্থির হইলেন সেই বোলে । ব্যাসদেব তথা আইলেন হেনকালে | র্তারে দেখি উঠিলেন ধৰ্ম্মের নন্দন । ভূমিষ্ঠ হইয়া ভার বন্দেন চরণ ॥ আশীৰ্ব্বাদ করিলেন রাজা যুধিষ্ঠিরে । জানিয়া সকল তত্ত্ব-জিজ্ঞালেন তারে । কহ রাজা কি কারণে বিরল বদন । তোমায় দেখিয়া মম বিচলিত মন ॥ আকৌরব পৃথিবী করিলে বাহুবলে । তোমা সম রাজা নাছি এ মহীমণ্ডলে । অনুজ অর্জুন তব ভীম মহাবলী । আর তাহে সহায় আপনি বনমালী ॥ তোমা বিষাদিত্ত আমি দেখি কি কারণ । কহ দেখি মনস্তাপ কিসের কারণ ॥ এত ঘদ্ধি কছিলেন ব্যাস তপোধন । বিনয়ে কহেন তবে ধর্মের নন্দন ॥