পাতা:কাশীদাসী মহাভারত.djvu/৮০৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

●>8 দক্ষিণো ক্রমাচ্ছক্তি বরাভয় গদ্যকরং। - মহাভারত । তোমার মহিমা প্ৰভু কে বলিতে পারে । , इंडब्राङ्गे विझब्र यांझेल छूहेखाम । এই তত্ত্ব জানি আমি বিদিত সংসারে । হেনকালে আসিলেন ব্যাস তপোধন ॥ এক স্ববর্ণেত হয় নানা অলঙ্কার । ব্যাসে দেখি যুধিষ্ঠির করেন প্রণতি । একেল ধরিলে কত শত অবতার ॥ আশীৰ্ব্বাদ করিলেন ব্যাস মহামতি ॥ তোমার সকল স্বষ্টি সৰ্ব্বমূল ভূমি । ব্ৰহ্মাদি না পায় তত্ত্ব কি বলিৰ আমি ॥ ধন্য যুধিষ্ঠির রাজা পাণ্ডুর নন্দন । দেখিলাম তোমা হৈতে অভয় চরণ ॥ ধষ্ঠ বৃষকেতু বীর কর্ণের নন্দন । যাহা হৈতে দেখিলাম গোবিন্দ-চরণ ॥ আমার যতেক ভাগ্য বলিতে না পারি । তোমার অভয় পদ দেখিমু মুরারি ॥ এত বলি বাজী বাগ ধরি নৃপবর । আনিল যজ্ঞের ঘোড়া কৃষ্ণের গোচর ॥ হরিষে আছেন যুধিষ্ঠির নরবর। দ্বারকায় চলিলেন দেব দামোদর ৷ অপার মহিমা তার কে কহিতে পারে। দ্বারকায় গেলেন না কহি পাণ্ডবেরে ॥ মহাভারতের কথা অমৃত সমান । কাশীরাম দাস কহে শুনে পুণ্যবান ॥ শ্ৰীকৃষ্ণের আদর্শনে যুধিষ্ঠিরের উদ্বেগ ও শ্রীকৃষ্ণের আগমন । হেথ যুধিষ্ঠির রাজ রজনী প্রভাতে । ভাক দিয়া অৰ্জ্জুনেরে আনেম সাক্ষাতে ॥ একেল অর্জুনে দেখি কহেন রাজন । বলহ কিরীটি কোথা বিপদ-ভঞ্জন ॥ অৰ্জুন বলেন হরি ছিলেন সভায় । তত্ত্ব নাহি জানি, তিনি আছেন কোথায় ॥ ধৰ্ম্ম বলিলেন কৃষ্ণ তোমার গোচরে । সতত থাকেন ইহা বিদিত সংসারে ॥ ন। বলিয়া গোবিন্দ গেলেন নিজালয়ে । কি পাপ জন্মিল ভাই আমার হৃদয়ে ॥ এত বলি অধোমুখে আছেন নৃপতি । ষ্টীম সহদেব তথা আইল ঝটিতি ॥ | অবধান কর শুন মুনি মহামতি । ঘোড়া আনিলেক ভীম করিয়া শকতি7 বৃষকেতু মেঘবর্ণ বিক্রম করিল। সহ পরিবার রাজা আমারে ভজিল । আপনি আইল রাজা তুরঙ্গ লইয়া । সম্প্রীতি পাইল রাজা আমারে দেখিয় ॥ মুনি কন যুধিষ্ঠির শুনহ বচন । আর ভয় নাই যজ্ঞ কর আরম্ভন ॥ নিমক্সিয়া আন যত ঋষি মুনিগণে । যজ্ঞ আরম্ভন কর আজি শুভক্ষণে ॥ উত্তম মধ্যমাধম এ তিন প্রকার । সবাই পালিবে ধৰ্ম্ম যথাশক্তি যার ॥ উত্তম যে লোক তার শুন ব্যবহার । অহিংসা পরম ধৰ্ম্ম ধৰ্ম্মের কুমার ॥ লোভ মোহ ক্রোধ ত্যজি কৃষ্ণে কর মতি উত্তম সে ভাগবত শুনে নরপতি ॥ শক্ৰ মিত্র বলি তত্ত্ব কিছুই ন জানে। মধ্যম সে ভাগবত জানে সৰ্ব্বজনে ॥ পরনারী পরদ্রব্য হরিবারে মন । .অধম বলিয়৷ তারে জানিবে রাজন ॥ চণ্ডাল করয়ে যদি বৈষ্ণবের কাজ । মহাজন বলিয়া জানিবে মহারাজ ॥ ব্রাহ্মণ করয়ে যদি চণ্ডালের কৰ্ম্ম । চগুগল বলিয়৷ তারে জানিহ হে ধৰ্ম্ম ॥ যার যেই নিজ বৃত্তি করে যেই জন । ধৰ্ম্মবন্ত বলি তারে জানিবে রাজন । নিজৰ্বত্তি ছাড়ি যেবা পরবৃত্তি করে । সেই সে অধৰ্ম্ম বলি জানাই তোমারে । পিতৃকাৰ্য্য দেবকাৰ্য্য অতিথি সেবন । যে জন করয়ে সেই হয় মহাজন ॥ শুচি জার সত্যবাদী পালে নিজ ধৰ্ম্ম । ইহার সমান আর নাছি কোন কৰ্ম্ম ॥ -