পাতা:কাশীদাসী মহাভারত.djvu/৮২৩

উইকিসংকলন থেকে
পরিভ্রমণে চলুন অনুসন্ধানে চলুন
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অশ্বমেধপর্ব। ] তোমার প্রতিজ্ঞা আমি শুনি লোকমুখে । খাণ্ডব দাহন ভূমি করিলা কৌতুকে ॥ কিরাত শঙ্কর সঙ্গে করিলা সমর । ত্রিভুবনে বীর নাছি তোমার সোসর - শুনহ অর্জুন তোমায় করি নিবেদন কোন স্থানে কৃষ্ণ বিন জিজিয়াছ রপ । সংগ্রাম জিনিয়া তব প্রকাশিল যশ । হারিলে আমার যুদ্ধে হৰে অপযশ ॥ যদি যুদ্ধ করিতে তোমার থাকে মন । আপনি সারথি লহ দেব নারায়ণ ॥ সুধম্বার বচনে অর্জুন ক্রোধবান । গাওঁীব লইয়া হাতে পূরেন সন্ধান ॥ আকৰ্ণ পূরিয়া মারিলেন স্বধস্বারে । হংসধবজ মৃত তাহ নিবারিল শরে ॥ ক্রোধে বাপ মারিলেন রাজার নন্দন । ৰাণের উপর বাণ করে বরিষণ ॥ অৰ্জুনের বাণ বৃষ্টি আকাশ ছাইল । ঘোরতর অন্ধকার করি আচ্ছাদিল ॥ ভয়েতে পলায় যত নৃপ-সেনাগণ । অর্জনের বাণে কেহু নহে স্থির মন ॥ গজবাজী রথ পড়ে গণিতে না পারি। রুধিরে কর্দম ভূমি দেখে ভয় করি ॥ অৰ্জ্জুনের যুদ্ধ দেখি কম্পবান সেনা । সাহস করিয়া যুদ্ধ করিছে স্বধৰা ॥ কাটিল সকল অস্ত্র চক্ষুর নিমিষে । স্বধম্বা বিক্রম দেখি অৰ্জুন প্রশংসে ॥ মধম্বা সাহস করি করিছে সংগ্রাম । অর্জন উপরে অস্ত্র পড়ে অবিশ্রাম ॥ অর্জনের রথ বীর করে নিরীক্ষণ । , সারথি চালায় রুথ নাছি নারায়ণ ॥ নৃপতি-তনয় তবে বিচারিল মনে । অর্জনের সারথি কাটিলে এক বাণে ॥ তবে আসিবেন কৃষ্ণ অর্জনের রথে । এত বলি দশ ৰাণ বুড়িল জুরিতে ॥ স্বধস্থ এড়িল বাণ পুরির সন্ধান । , नॉब्रविद्र बांची कांछि कब्न कृडेथॉन ॥ ভাষাণবরং শূলংধনুৰ্ধস্তং সৰাখে। b->> জর্জর অর্জুন-তনু সুধম্বার বাণে । রথ নাছি চলে বীর যুঝেন কেমনে ॥ হইলেন কাতর তখন ধনঞ্জয় । স্মরণ করিবামাত্র কৃষ্ণের উদয় ॥ স্বধস্ব দেখিল কৃষ্ণ রথের উপর । ষোড়হস্ত হয়ে বীর নানা স্তুতি করে ॥ আজি যে সফল হৈল আমার জীবন । একত্র দেখিমু আজি নর নারায়ণ ॥ ব্ৰহ্মাদি দেবত র্যারে মা পায় দেখিতে । হেন কৃষ্ণ দেখিলাম অর্জনের রথে ॥ ধন্য হে অৰ্জ্জুন তুমি পাণ্ডুর নন্দন। স্মরণে আনিলে তুমি দেব নারায়ণ ॥ চিরদিন যোগাসনে ভাবে যোগীগণ । বহু তপ করিয়া না পায় দরশন ॥ হেন কৃষ্ণ আইলেন স্মরণ করিতে । হস্তেতে পাচনী ধরি রথ চালাইতে ॥ ধন্য হে অৰ্জুন তুমি পাণ্ডুর কুমার। এ তিন ভুবনে নাহি তুলনা তোমার ॥ . এখন যুকিব আমি তোমার সংহতি । প্রতিজ্ঞ করহ তুমি পার্থ মহামতি ॥ অর্জন বলেন তোমা পরাজিব রণে । প্রতিজ্ঞা করিমু আমি কৃষ্ণ বিদ্যমানে ॥ স্বধস্থা বলেন শুন বীর ধনঞ্জয় । আমি তব তিন বাণ কাটিব নিশ্চয় ॥ কাটিয়া তোমার বাণ ফেলিৰ ভূমিতে । সত্য কfর কছিলাম কৃষ্ণের সাক্ষাতে ॥ স্বধম্বার বচন শুনিয়া নারায়ণ । প্রবোধ করিয়া পার্থে কছেন তখন ॥ এমত প্রতিজ্ঞ ভূমি কর কি কারণ। এমত প্রতিজ্ঞা কছু না হয় শোভন ॥ शषद्या रेषयsष बाक्ल ७न थनअम्न । কাটিবে তোমার অস্ত্ৰ কহিমু নিশ্চয় ॥ তিনবাণে স্বধৰাকে কাটিবে কেমনে । তৃণ তুল্য নহ তুমি মধম্বার রণে ॥ মহাবলবস্ত হংসধবজের নন্দন । . শুন সখী প্রতিজ্ঞা করিলে কি কারণ ॥