পাতা:কাশীদাসী মহাভারত.djvu/৯২৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

স্বৰ্গারোহণ পর্ব। ] সৰ্ব্বাসাং স্থখদাং রম্যাং নিকুঞ্জসমবস্থিতামৃ; వe & পাপেতে নরক রাজা দেখ অন্ধকার । রাজা বলিলেন কর সঙ্কটে উদ্ধার ॥ তবে হরি অনুজ্ঞা দিলেন খগেশ্বরে । শ্বেতদ্বীপ সরোবরে লহ নৃপবরে ॥ পূর্বের প্রতিজ্ঞা পূর্ণ করিব আপনি । দেখাব ধৰ্ম্মেরে অষ্টাদশ অক্ষৌহিণী ॥ বিষ্ণুর বচন শুনি খগ মহাবীর । যুধিষ্ঠিরে নিয়া গেল সরোবর তাঁর ॥ পখিলাটে পর্বত্ব উড়িয়া যায় দূরে। মুহূর্তেকে সেই দ্বীপে গেল খগেশ্বরে ॥ সরোবরে দেখিলেন ধৰ্ম্মের নন্দন । দেবতা গন্ধৰ্ব্ব যক্ষ বিদ্যাধরগণ ॥ জলে জলচরগণ নানা ক্রীড়া করে । ঋষি মুনি মুনীন্দ্র যোগীন্দ্র চারি তীরে ॥ বিচিত্র নগর বন সাগর চত্বর । বৈকুণ্ঠ সমান পুরী অতি মনোহর ॥ অনেক ঈশ্বর মুক্তি সৰ্ব্বদেব স্থান । ভ্রমর ঝঙ্কারে মত্ত কোকিলের গান ॥ মনুষ্য হইয়া যদি তাহে স্নান করে। দেবদেহ পেয়ে যায় বৈকুণ্ঠ নগরে ॥ হেন সরোবর দেখি ধৰ্ম্মের নন্দন । মহাজলে স্নান করি করেন তপণ ॥ মানব-শরীর ছাড়ি দেবদেহ পান । দুঃখ শোক পাসরিয়া সৰ্ব্বসিদ্ধ হন । নরদেহ ত্যজি রাজা দেবদেহ ধরে । পৃষ্ঠে করি গরুড় উড়িল বায়ুভরে ॥ মুহূর্তেকে গেল যথা দেব নারায়ণ । চতুভুজে ধৰ্ম্মরাজে কৈল সমপৰ্ণ ॥ রাজারে দেখিয়া হরি কহেন হাসিয়া । নিমেষ নাহিক আর নাহি অঙ্গছায়া ॥ কিরূপ আছিলে রাজা হইলে কিরূপ । বিচারিয়া মনে বুঝ আপন স্বরূপ ॥ ভূপতি বলেন শুন অনাদি গোসাই । তোমার প্রসাদে মম পূৰ্বরূপ নাই ॥ দেবত্ব পাইমু মনে ছেন হয় জ্ঞান । তোমার অসাধ্য কিছু নাহি ভগবান ॥ মর্ত্যেতে রাখিলে হরি অশেষ সঙ্কটে । নিজ পুরী এড়ি সদ ভক্তের নিকটে ॥ রাজসূয় করালেন দিয়া বন্ধুবল । শিশুপাল দস্তবক্রে দিলে প্রতিফল । রাখিলে দ্ৰৌপদী লজ্জ কৌরব-সমাজে । দ্বাদশ বৎসর রক্ষা কৈলে বনমাঝে ॥ দুৰ্ব্বাসারে দুৰ্য্যোধন পাঠাইল যবে । সেই দিন সমাধান করিত পাণ্ডবে ॥ নিশাকালে রক্ষা কৈলে কাননেতে গিয়া । মোহিলা মুনির মন বিষ্ণুমায়া দিয়া ॥ তদন্তরে সান্দীপন মুনির আশ্রমে । - আত্ম হেতু সঙ্কটে তারিলে পথশ্রমে । অজ্ঞাত বৎসর এক বিরাট ভুবনে । শক্ৰ হৈতে রক্ষা কৈলা চক্র আচ্ছাদনে ॥ তাহার অন্তরে মম রাজ্যের লাগিয়া । আপনি হস্তিনাপুরে গেল দূত হৈয়া ॥ আমারে বিভাগ নাহি দিল দুর্য্যোধনে । বান্ধিয়া রাখিতে তোমা বিচারিল মনে ॥ আপনি বিরাটমুৰ্ত্তি দেখাইলে তারে । সমুলে করিলা ক্ষয় ভারত সমরে ॥ জ্ঞাতিবধ পাপে মম শরীর বিকল । অশ্বমেধ করাইল হইয়া সবল ॥ পুত্ৰহস্তে অৰ্জ্জুন মরিল মণিপুরে । প্রাণ দিয়া যজ্ঞপূর্ণ কৈলা গদাধরে ॥ মৎস্য কুৰ্ম্ম বরাহ হইয়া খর্ববরূপে । পাতালে রাখিলা ছলি বলিরাজ ভূপে ॥ ভূগুরাম রামচন্দ্র কামপাল রাম । বৌদ্ধ কল্কি নারায়ণ নরসিংহ শু্যাম ॥ বারে বারে জন্ম লও দুষ্ট বিনাশিতে । । যুগে যুগে অবতার দেবতার হিতে ॥ তোমার চরিত্র চারি বেদে না নিরখি । জ্ঞাতিগোত্র দেখাইয়া কর মোরে সুখী ॥ রাজার বিনয় বাক্য শুনি নারায়ণ । আশ্বাসিয়া কহিলেন মধুর বচন ॥ সৰ্ব্ব দুঃখ গেল রাজা না কর সন্তাপ । সবন্ধু কুটুম্ব গোত্র দেখহ মা বাপ ॥