পাতা:কাহিনী-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/১০৭

উইকিসংকলন থেকে
এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।
১৫৪
কাহিনী

দু টাকা দিলেই খেয়ে প’রে থাকে-
পাঁচ টাকা তার মাসে বরাদ্দ,
এ যে মিছিমিছি টাকার শ্রাদ্ধ।

চতুর্থী


আসল কথা কি, ভালো নয় থাকা
মেয়েমান্‌ষের এতগুলো টাকা!

তৃতীয়া


কত লোকে কত করে যে রটনা-

প্রথমা


সেগুলো তো সব মিথ্যে ঘটনা।

চতুর্থী


সত্যি মিথ্যে দেবতা জানে,
রটেছে তো কথা পাঁচের কানে-
সেটা যে ভালো না।

প্রথমা


যা বলিস, ভাই,
এমন মানুষ ভূভারতে নাই।
ছোটো-বড়ো-বোধ নাইকো মনে,
মিষ্টি কথাটি সবার সনে।

ক্ষীরো


টাকা যদি পাই বাক্‌স ভ’রে
আমার গলাও গলাবে তোরে।
‘বাপু’ বললেই মিলবে স্বর্গ,