পাতা:কাহিনী-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/১১৯

উইকিসংকলন থেকে
এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।
১১৬
কাহিনী

লজ্জা দেওয়া?

কল্যাণী


অমনি চেয়ে কি
পাস নি কখনো, তাই বল্‌ দেখি।

ক্ষীরো


মরা পাখিরেও শিকার ক’রে
তবে তো বিড়াল মুখেতে পোরে।
সহজেই পাই, তবু দিয়ে ফাঁকি
ভাবটাকে যে শান দিয়ে রাখি।
বিনা প্রয়োজনে খাটাও যাকে
প্রয়োজন কালে ঠিক সে থাকে।
সত্যি বলছি, মিথ্যে কথায়
তোমার কাছেতে ফল পাওয়া যায়।

কল্যাণী


এবার পাবে না।

ক্ষীরো


আচ্ছা, বেশ তো,
সেজন্যে আমি নইকো ব্যস্ত।
আজ না হয় তো কাল তো হবে-
ততখন মোর সবুর সবে।
গা ছুঁয়ে কিন্তু বলছি তোমার,
খুড়িটার কথা তুলব না আর।
[কল্যাণীর হাসিয়া প্রধান