পাতা:কাহিনী-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/১২৮

উইকিসংকলন থেকে
এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।
লক্ষ্ণীর পরীক্ষা
১২৫

ক্ষীরো


মনে থাকবে তো? কোথা গেল কাশী?

কাশী


কেন রানীদিদি?

ক্ষীরো


চার-চার দাসী
নেই যে সঙ্গে?

কাশী


এত লোক মিছে
কেন দিনরাত লেগে থাকে পিছে!

ক্ষীরো


মালতী!

মালতী


আজ্ঞে!

ক্ষীরো


এই মেয়েটাকে
শিখিয়ে দে কেন এত দাসী থাকে।

মালতী


তোমরা তো নও জেলেনি তাঁতিনি,
তোমরা হও যে রানীর নাতিনি
যে নবাববাড়ি এনু আমি ত্যেজি-
সেথা বেগমের ছিল পোষা বেজি,
তাহারি একটা ছোটো বাচ্ছার