পাতা:কাহিনী-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/১৪৫

উইকিসংকলন থেকে
এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।
১৪২
কাহিনী

ক্ষীরো


বলিস নে আর মুখের আগে,
নিজগুণ শুনে শরম লাগে,
বিনি!

বিনি


রানীমাসি!


ক্ষীরো


হঠাৎ কী হল,
ফোঁস ফোঁস করে কাঁদিস কেন লো?
দিনরাত আমি বকে বকে খুন,
শিখলি নে কিছু কায়দা-কানুন?
মালতী!

মালতী


আজ্ঞে!


ক্ষীরো


এই মেয়েটাকে
শিক্ষা না দিলে মান নাহি থাকে।

মালতী


রানীর বোনঝি জগতে মান্য,
বোঝ না এ কথা অতি সামান্য—
সাধারণ যত ইতর লোকেই
সুখে হাসে, কাঁদে দুঃখশোকেই।
তোমাদেরও যদি তেমনি হবে,
বড়োলোক হয়ে হল কী তবে!