পাতা:কাহিনী-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/৯৭

উইকিসংকলন থেকে
এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।
৯৪
কাহিনী

কত কাজ করে একটা মান্‌ষে!
দিনে দিনে হল শরীর নষ্ট-

কল্যাণী


কেন, এত তোর কিসের কষ্ট!

ক্ষীরো


যেথা যত আছে রামী ও স্বামী
সকলেরই যেন গোলাম আমি।
হোক ব্রাহ্মণ, হোক শুদ্দুর,
সেবা করে মরি পাড়াসুদ্ধুর।
ঘরেতে কারো তো চড়ে না অন্ন,
তোমারি ভাঁড়ারে নিমন্তন্ন।
হাড় বের হল বাসন মেজে,
সৃষ্টির পান-তামাক সেজে।
একা একা এত খেটে যে মরি,
মায়া দয়া নেই?

কল্যাণী


সে দোষ তোরি।
চাকর দাসী কি টিঁঁকিতে পারে
তোমার প্রখর মুখের ধারে?
লোক এলে তুই তাড়াবি তাদের,
লোক গেলে শেষে আর্তনাদের
ধুম পড়ে যাবে- এর কি পথ্যি
আছে কোনোরূপ!