পাতা:কিঞ্চিৎ জলযোগ!.djvu/১৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রথমাঙ্ক । • צל পূর্ণ। ঘাট, তবে তার কার কাছে মানবো? তুমিই তো আমার সর্বস্ব ধন, তুমি যা বল, আমি তাই শুনি। বলে, সাঁইজির গিয়ে যাব, ভাল তাই যাও ! বল্লে রব দেনের ওখানে চা খাব, ভাল তাই খাও ; বল্লে, মেয়েমানুষের স্বাধীনতা আছে, আমি যেখানে খুলি উড়বে—ভাল তাই ওড় গিয়ে! আমি কোন কথাটা শুনিনি বল দেখি ডিয়ার ? (বিধুমুখীর পদ ধরিয়া ক্ৰন্দন ।) বিধুমুখী । ওকি ওকি ! ছিছি ছি! আমার পায়ে পড়লে কি হবে ? একবার অনুতাপ কর তা হলেই পাপ ক্ষয় হবে । পূর্ণ। অনুতাপ করব ? তা হলেই মাপ করবে। তা কেমন করে অনুতাপ করব ? বিধুমুখী। কেমন করে করবে ? উদ্ধদিকে হস্তোত্তোলন করে ক্ৰন্দন করিতে করিতে বল, আর এমন কৰ্ম্ম করুব না।