পাতা:কিঞ্চিৎ জলযোগ!.djvu/১৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রথমাঙ্ক | ჯზ তাধিনতা করি আপনিও যেহানে সেন্থানে নাচি বেড়ায় ও তোমারেও নাচায়। পূর্ণ। চোপ রাও, ইউ ড্যাম ফুল ফের যদি কথা কবি, তো এই তলবার দিয়ে— ( তলবার উঠাইয়া ভয় প্রদর্শন । ) ভোলা। বাপ্পুই রে, মলাম রে! ( পলায়ন ) পূর্ণ। অ, বাঁচা গেল, এমন ইম্পার্টনেন্ট চাকর তো দেখিনি । বিধুমুখী । ও অনেক কেলৈ পুরাতন ভৃত্য, তোমাকে মানুষ করেছে, আর বিশেষ শ্বশুর মহাশয় মৃত্যুকালে বলে গিয়েছিলেন যেই এ, চাকরটিকে কখন ছাড়াবে না । এই জন্য ওকে কিছু বলিনে, অন্য ভূত্য ওরকম বেয়াদবি কল্পে, তৎক্ষণাৎ আমি তাকে জুতো মেরে তাড়িয়ে দিতেম।