পাতা:কিঞ্চিৎ জলযোগ!.djvu/২০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

》○ কিঞ্চিৎ জলযোগ। পূর্ণ। আমাকে কোন কালে মানুষ করেছিল বলে কি ওর এই সকল বেয়াদবি আমাকে সহ্য কত্তে হবে ? তুমি তো ঐ রকম নাই দিয়ে দিয়েই ওর বৃদ্ধি বাড়িয়েছ। বিধুমুখী । তা তো বটেই,—যা হোক, যা হয়ে গ্যাছে, হয়ে গ্যাছে ; আর কেন ? এস এখন তোমার মাতায় একটু জল দিয়ে আনি, তা হলে নেশাট একেবারে ছুটে যাবে। পূর্ণ। (সচকিত হইয়া ) নেশা ! মাইরি কোন শালার बाहं নেশা আছে । বিধুমুখী। আবার দিকি কচ্চ ? দিবি করা ভারি পাপ তা জান ? পূর্ণ। (জিব কাটিয়া) এই ! (স্বগত) এর লেকচারের জ্বালায় আর বাচিনে। কোন ছুত করে এখান থেকে এখন পালাতে পাল্লে হয় ।