পাতা:কিঞ্চিৎ জলযোগ!.djvu/২৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রথমাস্ক । る。 (কিঞ্চিৎকাল মৌন থাকিয়া হঠাঃ ) হ্যা মাইডিয়ার তুমি উড়ে বেল্লারাদের কথা তখন কি বলছিলে ? আমার তখন মাথা ঘুরছিল বলে বুঝতে পারিনি। বিধুমুখী। আমি তখন বলছিলেম কি— যে তোমারই তো দোষ ;–- পূর্ণ । (সচকিত হইয়া স্বগত)–আবার কি দোষ ধরে ? যত দোষ নন্দ ঘোষ ! বিধ তোমার উড়ে রেহারাদের তুমি তে। ছাড়াবে না। আজকের মন্দিরের সর্ভিস হয়ে টয়ে গেলে আমি বেরিয়ে পাস্কিতে উঠতে যাই, ন৷ দেখি, পান্ধিও নেই, বেছারাও নেই, কেউ কোথাও নেই। অন্ধকার রাত্রি, কি করি, এমন সময়ে আমাদের প্রচারক মহাশয় প্রেমনাথ বাবু আমাকে এই রক অবস্থায় দেখতে পেয়ে ব: i প্লেন যে এস, আমি তোমাকে বাড়িতে পৌঁছে ।