পাতা:কিঞ্চিৎ জলযোগ!.djvu/২৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রথমণস্ক | ২৩ টীর কাছে যাচ্চ, সেখানে প্রায় তুমি তো রোজই যাচ্চ, তবু কি তোমার আশ মেটে না ? পূর্ণ। এক জন মানুষ মরচে, তাকে আমি দেখতে যাব না ? এই কি তোমার ধৰ্ম্ম হল, আর রোজ রোজ সেখানে কবে যেতে দেখলে ডিয়ার ? বিধু। ( অভিমানভরে) তুমি এখনই সেখানে যাও । আর আমি ধরে রাখব না। পাপ কল্পে ঈশ্বরের কাছে তুমিই দায়ী হবে আমার কি? আর বিশেষ তিন চারি বত্সর ধরে যে মেয়ে মানুষের সঙ্গে ভাব, তাকে যে এখন তখন দেখতে ইচ্ছে হবে, তাতেই বা আশ্চৰ্য্য কি ? જૂર્વ I ( টুপি পুনর্বার টেবিলের উপর রাখিয়া ও বিধুর নিকট ঘেঁসিয়া বসিয়া) মাইডিয়ার ভূমি বেশ জানবে, যে আমি তোমা ভিন্ন আর কাকেও ভাল ৰাসিৰে ।