পাতা:কিঞ্চিৎ জলযোগ!.djvu/৪৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

83 কিঞ্চিৎ জলযোগ । একটা কথা মনে পড়েছে। তখন আমাকে তিনি আমাদের প্রচারক মহাশয় প্রেমনাথ বাবুর কথা বলেছিলেন—ভাল একেই প্রেমবাবু বলে চালালে হয় না ? হা হ৷ এই বেশ কথা, ( পেরুরামকে নিরীক্ষণ । ) , পেরুরাম। (স্বগত হাই তুলিয়া) আজ অদৃষ্টে কি আছে, বলা যায় না ;–গণৎকার ব্যাটার মুখে আগুণ এত কৰ্ম্মভোগও ছিল ! প্রায় তো আড়াইটে হয়েছে, অ! এতক্ষণ কামিনীর বাড়িতে দিব্য করে নিদ্রা যেতেম! বিধুমুখী । (স্বগত) তিনি যে বড় বলেন, র্তার মোটেই সন্দেহ হয় না, ভাল তাকে একবার পরীক্ষা করে দেখতে হবে, কেমন র্তার সন্দেহ হয় না, ( প্রকাশ্যে পেরুরামের প্রতি ) দেখ, আমি একটা উপায় ঠাওরেছি। - পেরু । ( ব্যস্ত সমস্ত হইয়া) ঠাওরে