পাতা:কিঞ্চিৎ জলযোগ!.djvu/৪৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

88 কিঞ্চিৎ জলযোগ । বিধুমুখী । মাসে আড়াই টাকা আর খাওয়া পরা । পেরুরাম । ( উঠিয়া) মাসে আড়াই টাকা আবার খাওয়া পরা । আমার এই ঢের ! আজি কালের বাজারে এই বা পায় কে ? কত বি এ, এমৃ এ কাযের জন্য হিমসিমৃ খেয়ে যাচ্চে ! বিধ মুখী। তবে তুমি এতে রাজি হলে ? পেরুরাম। (পুনরুপবেশন করিয়া ) তাতে আর সন্দেহ নেই । বিধমুখী। তবে তো এক রকম সমস্তই ঠিক হল –তোমার এখন নামটা জানতে হবে যে ? পেরুরাম। (উঠিয়া যোড়হস্তে বিনীত ভাবে ) আজ্ঞে আমার নাম পেরুরাম | বিধুমুখী। (হাসিয়া) ওকি বিচ্ছিরি নাম ? ওনাম বদলালে তোমার কোন ক্ষতি আছে ? '