বিষয়বস্তুতে চলুন

পাতা:কিঞ্চিৎ জলযোগ!.djvu/৪৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রথমীঙ্ক । ୫୯: পেরুরাম। আজ্ঞে, কিছুমাত্র না। নামে কি এসে যায় ? আপনি গোলামকে যা আজ্ঞা করবেন, তাতেই রাজি আছি। বিধুমুখী । প্রেমনাথ কেমন নাম ? পেরুরাম । প্রেমনাথ ! বা ! এমন শরেশ নাম তো আমি কখন শুনিনি । বিধ মুখী। তবে ঐ নাম তোমার হল। (বিধু উঠিল, পেরুও উঠিয়া, অন্যমনস্ক হইয়। “আড়াই টাক, আড়াই টাকা" ইত্যাদি অঙ্গলীতে গণন। ইতি পূর্বে বিধুমুখী তার স্বামীকে, তার নিজ কাম্রায় আসিয়া অলক্ষিত ভাবে শুইতে দেখিয়া তার মনে সন্দেহ উৎপাদন করিবার নিমিত্ত উচ্চৈঃস্বরে, পেরুরামকে লক্ষ্য করিয়া ) প্রেমনাথ বাবু! ও প্রেমনাথ বাবু! কিঞ্চিৎ জলযোগ করবেন ? পেরুরাম। (প্রথমে অন্যমনস্ক প্রযুক্ত