পাতা:কিঞ্চিৎ জলযোগ!.djvu/৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রথমাঙ্ক—প্রথম গর্ভাঙ্ক । পূৰ্ণবাবুর বৈঠকখানা—চেয়ার টেবিল আয়ন কোঁচ ঘড়ি প্রভৃতি দ্বারা সুসজ্জীভূত । এই ঘরের প্রবেশদ্বামের সম্মুখে ভোল৷ শুইয়া কখন মহাভারত পাঠ করিতেছে, কখন কুই তুলিতেছে, কখন ব। ঘড়ির দিকে দৃষ্টিপাত করিতেছে। ভোলা । ( ঘড়ির দিকে দৃষ্টিপাত করিয়া ) ও হরি ! ( হাই তুলিয়া ) সবে অ্যাড্ডা, অ্যাহন পাচুডার মধ্যি আলি হয় ? আজ কাল কত্তাডির, আর গিন্নিডির এই রূপই চল্‌চে ! অ’ ! সে এক কাল গ্যাছে, যছন কত্তাডির বিয়া হয় নাই, সে কাল আর ফিরি আস্বে না। কাষ নাই কৰ্ম্ম নাই, খাতাম দাতাম আর দিব্যি করি ঘুম্ মারা