পাতা:কিঞ্চিৎ জলযোগ!.djvu/৫৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ዕ o কিঞ্চিৎ জলযোগ । গিয়েছিলেম—ও কথা বলবেন না—অমন জায়গা আর দ্বিতীয় নেই। বিধুমুখী। মিষ্টালাপে সময়টা কেমন সুখে অতিবাহিত হয় ! পেরুরাম। (কিছু বুছিতে না পারিয়া স্বগত)-ও ! মিষ্টানের কথা বল্‌চে বুঝি। এখন যে মিষ্টান্ন এলে হয়—পেট ট। খিদেতে চে। চে কচেচ । বিধুমুখীণ আচ্ছ একটা ব্রহ্মসঙ্গীত গাও দেখি ? পেরুরাম (স্বগত) বা মেয়ে মনুষটা খুব রসিক দেখ চি, আবার গাইতে বলে ! আচ্ছা একটা গাচ্ছি। : निबू प्ङब्रदौ । (গান) প্রাণ তুমি কার হবে আমি যদি মুদি আঁখি । অকৃতি সম্ভান বলে আমারে দিওনা ফাকি ।