পাতা:কিঞ্চিৎ জলযোগ!.djvu/৬৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রথমাঙ্ক । ᎼᏱ শুনেই থাক, তা হলে অধিক কিছু আর আমার বল্বার নেই ; বোধ হয়, তা হলে তুমি এতক্ষণে জানতে পেরেছ যে, এই লোকটাকে আমি সরকার রেখেছি । পূর্ণ। এখন তোমার ঠাট্টা মস্কারাম রেখে দ্যাও ; যে রকম ব্যাপার দেখেছি, তাতে তো আর কিছুমাত্র সন্দেহ নেই। বিধুমুখী। সন্দেহ ! সন্দেহের মানে কি বল দেখি ? পূর্ণ। সন্দেহের মানে কি, আপনি মনে বুঝে দেখ না। বিধুমুখী। তবে দেখচি আমার উপর তোমার একটা জঘন্য সন্দেহ উপস্থিত হয়েছে ? পেরু ও ব্যাটার সঙ্গে আবার শিষ্টাচার কি? আমি যদি হতুম, তো এখনি ওকে গলাঢাকা দিয়ে তাড়িয়ে দিতুম । &