পাতা:কিঞ্চিৎ জলযোগ!.djvu/৬৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৬২ কিঞ্চিৎ জলযোগ । (পূর্ণর পুনৰ্ব্বার পেৰুর প্রতি আক্রমণ । ) বিধু। (পূর্ণর প্রতি) যে রকম তোমার ব্যবহার দেখ চি—আজকের অবধি তোমার সঙ্গে আমার ছাড়াছাড়ি হল । পূর্ণ। বেশ তো ! আমারও তাই ইচ্ছে ! আজকের থেকে ছাড়াছাড়ি হল, আর এখন ডাইভোসেরও আইন হয়েছে ; তোমার টাকা কড়ি তোমাকে, বুঝিয়ে দিয়েই আমি স্বচ্ছন্দে চলে যাব। বিধুমুখা। কালই আমি বাপের বাড়ি যাব— আর সেখানে যদি বাপমায়ে ন ন্যায়, তা হলে আমাদের ভারতাশ্রম ছোটেলে গিয়ে বাস করব। পূৰ্ণ । আমিও কালকের থেকে উইলসনের হোটেলে গিয়ে থাকব! ক্রোধাভরে পূর্ণ ও বিধুমুখীর প্রস্থান । )