পাতা:কিঞ্চিৎ জলযোগ!.djvu/৭১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রথম শঙ্ক | «ኔማ পেরু । অ ! রাম রাম রাম ! আমি কি জীমার নাম প্রেমবাবু রেখেছি ? এ বাড়ির গিন্নি ঠাকরণ আমাকে ঐ নাম দিয়েছিলেন । প্রথমে যখন তিনি আমাকে এখানে দেখেছিলেন, তখন তিনি আমাকে চোর ঠাণ্ডরেছিলেন—তার পরে তিনি আমাকে উার সরকার রাখলেন ; তার পর তিনি এতদূর আমার উপর সদয় হয়েছিলেন, যে আমাকে জলযোগ করতে পর্য্যন্ত অনুরোধ কল্পেন—,যা হউক, মেজলযোগ আমার जमुरझे माझे । পূর্ণ। (স্বগত) এতক্ষণে আমি মোদাখান বুঝতে পাল্লেম বিমুখী আমাকে নিয়ে রঙ্গ কচ্ছিলেন । পেরুরাম। গিন্নি আমাকে যে কৰ্ম্ম দিয়ে চেন, তাতে যদি অনুগ্রহ কোরে আমাকে ৰাহাল রাখেন ।