পাতা:কিঞ্চিৎ জলযোগ!.djvu/৭৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রথমাঙ্ক । סף ভলবার লইয়া পেৰুরামের প্রবেশ । পেরু । (হাসিতে হাসিতে) পূৰ্ণবাবু! এখন মনের মত হয়েছে তো? আমি খুব যুদ্ধ করে এসেছি । পূর্ণ। (ভয়ে ব্যস্ত হইয়া) বেশি মাত্র হয়ে গ্যাছে। এই খানে তুমি একটু দাড়াও, আমি স্মেলিং সলটু নিয়ে আসি। (পূর্ণার প্রস্থান । ) বিধু। (চেতন পাইয়া) কেও ? নাথের গলার আওয়াজ শুনছিলেম না ? R পেরু। (তাড়াতাড়ি) আমি ঠাকরণ ! আমি পেরুরাম ! বিধুমুখী । রে দুষ্ট নরাধম! তুই আমার প্রাণনাথকে হত্যা করিয়াছিল ? পেরু। তোমার গা ছুঁয়ে বলচি, আমি না । বিধুমুখী। যা হোক, তুই এখান থেকে