পাতা:কিঞ্চিৎ জলযোগ!.djvu/৭৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রথমাঙ্ক । 4& তহন দ্যাকি কি না, এই ব্যাটা যমকিঙ্করের মত খাড়া হাতে বাগানের দিকি পলাতি যাচ্চে ! বুড়া হয়েছি বটে, তবু হাড়ে মজবুত আছি। শালা ডাকাতি কত্তি আয়েছেন। (গু"ত প্রদান ) পেরু। ও বাবারে । (পূর্ণ বাবুকে দেখিতে পাইয়া) একি পূর্ণ বাৰু ? পূর্ণ। (হাঁসিতে হাসিতে) ভোলা ! ওকে ছেড়ে দে । (ভোলা ও অন্য চাকরের প্রস্থান । ) পেরুরাম। (বস্ত্রাদি সাম্‌লাইয়া) রক্ষা কর । বাচুলেম! ব্যাটাদের পাচ মিনিট ধরে বোঝালেম,—বলি—ঠাকরণ আমাকে সরকার রেখেছেন, ব্যাটার কি কিছুতেই বুঝবে ন। ! - বিধুমুখী। (স্বগত) বুঝেছি উনি আমার সঙ্গে রঙ্গ কচ্ছিলেন,—যাহোক এ লোকটা বড়