এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।
কিশোরদের মন
করে’ নাইতে হবে; কিন্তু অত সকালে আর ননূয়ার মার হাতে খুকুর নাইবার ইচ্ছে নেই, তাই ছবির বই নিয়ে, পালিয়েছিল!
বিমল খুকুর পিঠে চুলের উপরে আদরে হাত বুলোতে বুলোতে বল্লে,—“খুকু! সত্যি এখনো তুমি নাও নি? মার কথা শুন্তে হয়! যাও যা-ও নাও গে!”
“তুমি চলে যাবে না?”
বিমল হাস্তে লাগ্ল।
খুকু দাঁড়িয়েই, দেখ্ল বিমলদার পিঠের জামাটা ছেঁড়া।
রেণু আরো সোজা হয়ে দাঁড়িয়ে—“তুমি বুঝি মণ্টুকে ভালো বাস?
—দুষ্টু!”—
১০