এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।
কিশোরদের মন
বলে’ দুই চোক আরো খুব প্রকাণ্ড করে’—রাগ করে’ দাঁড়িয়ে রইল।
বিমল কিছুই বুঝ্তে পার্লে না, সে আশ্চর্য্যে, আনন্দে, জিজ্ঞেস্ কর্লে—“কি করে জান্লে খুকু?”
“হুঁ, মণ্টু খালি জামা ছেঁড়ে। তুমিও ছিঁড়েচো, নৈলে, তুমি জামা ছিঁড়্লে কেন?”
বিমল এবার আর থাক্তে পার্লে না, ‘হো হো’ করে' হেসে উঠ্ল।
তার হাসিতে রেণু আরো রেগে গেল।
সে বড় বড় চোক একটু কুঁচিয়ে, দুই ঠোঁট চেপে বিমলের জামার ছেঁড়া জায়গায় আঙুল ঢুকিয়ে, পড়্ পড়্ করে’ আরো খানিকটে ছিঁড়ে দিলে।
“রেণু!”
১১