পাতা:কিশোরদের মন.djvu/৪১

উইকিসংকলন থেকে
এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।
কিশোরদের মন

 তারপর ছুটি ফুরোলো।

 ছুটি ফুরোলে, ফের্‌বার সময় মা দুটো জামা তয়ের করে দিয়েছেন বিমলকে।

 তবু সেই আগেকার জামাটা সে কিছুতেই ফেল্‌বে না।

 বল্‌লে, “দ্যাখ্‌ মা, ওখানটায় পেছনের দিকে আর একটা পকেট রাখ্‌লে কেমন হয়?

 সেই পকেটে, ওরা সব খেলার জিনিষ ফেলে দেবে, আর,—কী খুসীই হবে!

 আমি তখন ওদের তোমার কথা বল্‌ব মা!”

 শুনে’ মা ত হেসেই সারা।

২৬