এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।
কিশোরদের মন
সুবিনয় আর বিমল, সেই দিন দু’জনে দুই দলে পড়ে’ যায়।
তার থেকে, একদিন বেড়াতে বেড়াতে কথায় কথায় ঐ বিষয়টি নিয়েই দু’জনে আরও একটুকু তর্ক বেধে গেল।
তারা নদীর ধারে বেড়াচ্ছিল। নদীর যেমন অসংখ্য ঢেউ আর ঢেউগুলো যেমন উঁচু নীচু, তাদের তর্কও তেমনি ক্রমে অফুরন্ত হয়ে একটু একটু ক’রে নরম-গরম হয়ে উঠ্ল।
বিমল বল্লে,—“মেনে নিতে পারি তোর কথাটাই, যদি একটা উপযুক্ত প্রমাণ পাই।”
সুবিনয়ও বল্লে,—“মান্তে পারি তোর কথাই, যদি তার কোনো খাঁটি প্রমাণ থাকে।”
প্রমাণ ত মিটিংএই অনেক উঠেছিল, কিন্তু
২৮