পাতা:কিশোরদের মন.djvu/৬৪

উইকিসংকলন থেকে
এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।
কিশোরদের মন

 বিমল মাথায় একটা পাগ্‌ড়ি জড়ালে।

 তারপর সেটাকে খুলে রেখে কতক্ষণ মায়ের পায়ের কাছে বসে রইল।

 তারপর আবার উঠে বেরিয়ে এল।

 আস্‌তেই, দোর খুলেই,—সাম্‌নে—সুবিনয়!

 শব্দ শুনে’ সুবিনয় ফিরেই,—দেখ্‌লে—বিমল!

 একেবারে বিস্ময়ে, দুজনে কতক্ষণ দুজনের দিকে চেয়ে থাক্‌লে।

 তারপর হেসে দিলে বিমল, সুবিনয়, দুজনেই

 আর ক’ সেকেণ্ডের মধ্যে দুজন দুজনের বুকে—বিজয়ার আলিঙ্গনে বাঁধা পড়্‌ল।

 হঠাৎ সুবিনয়ের হাত বিমলের পিঠের একটা

৪৯