পাতা:কুলপীযূষ প্রবাহঃ.djvu/৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।



কুলপীযুষ প্রবাহ

কঃ প্রজাপতিরাখ্যাত আয়ো বাহু স্তথৈবচ |
তত্রস্থ স্তৎসমুদ্ভূতঃ কায়স্থ ইতি কীর্ত্তিতঃ॥,
অর্থাৎ। ক য় স্থ।
(ক) শব্দে প্রজাপতি অর্থাৎ ব্রহ্মা,
(আয়) শব্দে বাহু, (স্থ) শব্দে জ।
নিত অর্থাৎ ব্রহ্মার বাহু হইতে জনিত
তন্নাম কায়স্থ

 ইত্যর্থে বাহুজ ও কায়স্থযখন এক পর্য্যায়ই দর্শন হইতেছে তখন কায়স্থ মহাশয়গণ ক্ষত্রিয় বর্ণই মন্যমান হইতেছেন ইতি। পরাশরীয় কুলার্ণবেপি ১।

 দ্বিতীয়,ঝল্লোমল্লশ্চ রাজন্যাদ্ব্রাত্যান্নিচ্ছিবিরেব চ। নটশ্চ করণশ্চৈব খশদ্রবিড় এবচ। এতদ্বচনোক্ত সবর্ণাস্বিত্যনুবৃত্ত্যা। ব্রাত্য ক্ষত্রিয়াৎ সবর্ণায়াং ঝল্ল মল্ল নিচ্ছিবি নট করণ খল দ্রবিড়াখ্যা জায়ন্তে এতান্যপ্যেকস্যৈব দেশভেদে প্রসিদ্ধানি নামানীতি কুল্লুকভট্ট ব্যাখ্যা। তথা করণং কারণে কায়ে সাধনেন্দ্রিয় কর্ম্মসু কায়স্থে কচবন্ধে না ইত্যাদি রভস কোষ লিখনাধীন মনূক্ত করণ যে কায়স্থ সংস্কার হীন ব্রাত্য ক্ষত্রিয় সন্তান তাহা নিশ্চিতাবধারণ হইতেছে ইতি। ২।

 তৃতীয়, চতুর্ণাং ব্রাহ্মণাদীনাং বর্ণনাং বহুশোময়া। বর্ণ সঙ্কর জাতীনাং, মুনীনাঞ্চ বিশেষতঃ॥ শ্রুতং ভবৎ প্রসা