পাতা:কুলীন কুলসর্ব্বস্ব নাটক.djvu/১০২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( ৯১ ) শিশু। আমি এক খান পাত পাতবো ’ । উদর। (সভ্রভঙ্গে) এক খান পাত ? তবে খাবি বা কিসে—নিবি বা কিসে, বল দেখি ? শিশু। আমি সব খাব। উদর। তবেই হলো, আজিও তুই কিছুই শিখলিনে? সুমতি । আঃ, শিকিই কেন দেওনা ? তুমি কি পেটে থেকে পড়েই শিকেছ ? ছেলে মানুষ, কি জানে, এত তাড়ন কর কেন ? উদর । আঃ মলে, এমাগী বলে কি ? ফলণর কি কেউ কারু শেখায় ? আমি আপনাহতেই শিখিছি, কিন্তু ছেলেটা তেমন হলো না ! হবে কি, তুই যে প্রতিদিন সকালে পাতের তড়ি, দোত, কলম দে সাজিয়ে গুজিয়ে পাঠশালে পাঠাইস তাহাতেই উচ্ছন্ন গেল। কালির আঁক পাড়লে ধার কর্জ হয় জানিস নে ? আমারও ঐ রূপ কিছুদিন হয়ে ছিল, মা বাপ আমাকে গুরু মহাশয়ের কাছে দশ বার দিন পাঠাএছিল, তাতেই আমি নষ্ট হবার উপক্রম হয়েছিলাম, কিন্তু আমার অদৃষ্ট ভাল সেই মা বাপ অমনি অক্কা পেলে, আর আমায় পায় কে। তুই তেমনি এ ছেলেটার মাথা খেতে বসিছিস্, ওকে নষ্ট কর বি –যা ইচ্ছে, আমি ওরে নে যেতে পারবো ন । শিশু। (সরোদনে) আমি যাব, তাঁt২। সুমতি। ভাল মন্দ সামগ্ৰী খেতে পায় না, নে যাও খেয়ে আসবে।