পাতা:কুলীন কুলসর্ব্বস্ব নাটক.djvu/১০৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( ను ) কৈ কাহাকেও যে দেখি না, একলাই যাব ? (অগ্রে দেখিয়া) এই যে দ্যালেঙ্কার মহাশয় অসিতেছেন। [ন্যায়ালঙ্কারের প্রবেশ] ন্যায় । কে হে তুমি, কোথায় যাইতেছ ? উদর। আমি, মহাশয় বের নিমন্ত্রণে যাবেন না ? ন্যায় । (নস্য লইয় অট্টহাস্য মুখে) বিবাহ কোথায় হে ? ও পাড়ায় একটা বৃষোৎসর্গ। উদর। আমি শুনিলাম ‘বড়িয্যের বাড়িয় বে’। দ্যায়। ই হুঁ, তাই বটে। কুলপালক একটা বৃদ্ধ বর অনিয়াছে তাহীকে চারিটা মেয়ে দিবে, তাই বলি • বৎসতরী চতুষ্টয় সহিত বৃষোৎসর্গ’। তাহ সে স্থানে গমন করিয়া কি হইবে । কিছুই না, চতুষ্পটির অদ্ধ মুদ্রাও পাওয়া দুষ্কর ! কুলীন বরের বিবাহ কি বিবাহ ? উদর। আমি কুলীন মৌলিক খুজি না, চৌবাড়ির টাকারও অনুসন্ধান করি না, বুঝিতে পারি ‘ফলার ভাল হলেই বে ভাল হয়’ । দ্যায়। হা, তাহা তোমার পক্ষে বটে। “ কন্যাবরযতে রূপং মাতাবিত্তং পিতাশ্রতৎ। বান্ধবঃ কুল মিচ্ছন্তি মিষ্টান্নমিতরে জনঃ ”। অর্থাৎ কন্যা—বরের উক্তম রূপ হইলেই ভাল বিবাহ বোধ করে ; কস্তার মাত৷ —যে বরের ঐশ্বৰ্য্য আছে তাহাতে কন্যার বিবাহ হইলেই কৃতাৰ্থ হয় ; কন্যার পিতা—বিদ্বানকে জামাত করিতে নিতান্তই অভিলাষী থাকে ; এবং কন্যার ভ্রাতা,