পাতা:কুলীন কুলসর্ব্বস্ব নাটক.djvu/১০৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( న8 ) পিতৃব্য-ভ্রাতা, প্রভৃতি বান্ধবগণ—বরের কৌলীন্য বিবেচনা করে ; কিন্তু অন্যান্য ব্যক্তির উত্তম নিষ্টান্ন পাইলেই অত্যুত্তম বিবাহ বোধ করে থাকে। সুতরাং তোমার পক্ষে ফলার ভাল হইলেই বিবাহ ভাল হয়। উদর। আজ্ঞা, ঠিক বলেছেন। তবে যাবেন না কি ? ন্যায় । চল যাওয়া যাকু, যাওয়াটা ভাল । উদর। আসুন মহাশয় (উভয়ের কিঞ্চিদগমন) । ন্যায়ী । নহে, ওপথে স্ত্রীলোকে গমনাগমন করিতেছে, এই পথেই যাই । [উভয়ের প্রস্থান । [জলকলস কক্ষে মাধবী ও মহিলার প্রবেশ} মাধবী। (স্বগত) আঃ, এপোড়া বসন্তকাল আর কতো কাল থাকিবে ? যায়হ তবু যায় না, আর যে বাচি না ? দুরন্ত বসন্ত কাল, এযে যুবতীর কাল, কালপেয়ে কি কাল ঘটায়। পতির বিচ্ছেদ বাণ, কতো আর সহে প্রাণ, বুঝি ত্রাণ নাহি ইথে পায়। কলঙ্ক শশাঙ্কোপরে, সুধাময় বিষকরে, বরিষণ করে নিরন্তর । নাম তার নিশাকর, লোকে কহে সুধাকর, আমি বুঝিলাম বিষাকর।