পাতা:কুলীন কুলসর্ব্বস্ব নাটক.djvu/১০৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( ৯৬ ) সরোবর সুনিৰ্ম্মল, শত শতদল, তাহে আর নানা জলফুল। কমলিনী সুসংমানে, নিরন্তর মধুদানে, পরিতোষ পায় অলিকুল। মাধবীর মকরন্দ, ভরে হয়ে মন্দমন্দ, গন্ধবহ বহে নিরন্তর । মলয় আলয় ছাড়ি, সদা ক্ষেরে বাড়ি২, বিরহির দহিতে অন্তর ॥ এ সব সামন্ত যার, বসন্ত নাম তাহার, অনুমানি মদন প্রেরিত । ছাই হয়ে ছাই হলো, মরে বঁাচে দেখাগেলো, হায়২ একি বিপরীত ॥ এবার করেছি পণ, পূজি সেই ত্রিলোচন, বর মেগে লব মনোমত । কন্দৰ্পের দৰ্প চুর্ণ, পুন হলে আশাপূর্ণ, এবার না বঁাচে হলে হত ॥ মহিলা । (পশ্চাদ্ভাগে দেখিয়া) কেও ? ওলো মাধবি দিদি, চলে আয়থ একই কি বলচিস —এন্টু শীঘ্রি আয়, কলসীই কি এত ভারি ? জল বৈ তো নয়। মাধবী। যাই গো যাই, এটু দাড়া। (নিকটে আগমন)