পাতা:কুলীন কুলসর্ব্বস্ব নাটক.djvu/১১২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( ১০১ ) কান্ত বিহীন সুতরাং তাহার দুঃসহ বাণে দেহ দাহ হইতেছে, আর আমার দুঃখের কথা কি জিজ্ঞাসা করিম ? মহিলা। তুই ভাই আপনার রূপের গৌরবেই মচ্চিস্থ তোর উপযুক্ত কান্ত কি এ পৃথিবী মধ্যে নাই ? এতো লোক আছে কেহই তোর কান্ত হইতে পারে না ? আমার তেমন রূপ নাই ভাই, আমার কত শত কান্ত গড়াগড়ি ছড়া ছড়ি যাচ্চে। মাধবী। মহিলে কি কহিলে ? পরপুরুষাভিলাষ করা কুলকামিনী দিগের অতি অনুচিত। পতিত্ৰতোপাখ্যানে দেখিয়াছি « পতিসেবাই অমদিগের প্রধান ধৰ্ম্ম ” । মহিলা । (সোৎসুক হইয়া) আলো সই, পতি কি ? কাকে বলে বলুনা শুনি ? আমরাতে কুলীনের মেয়ে, পুরাণ শুন্তে গে কথকের মুখে একবার পতি শব্দ শুনে ছিলাম, আর এই ভোর কাছে শুঞ্চি, কখনতো দেখি নাই সে কেমন ! মাধবী। যে পুরুষ যাহাকে বিবাহ করে সেই তার পতি। কেন সখি তোর কি বে হয় নাই ? মহিলা । হা, অনেক কাল হলে আমার বে হয়েছিল বটে, তা সে যিনি বে করে ছিলেন সেই তিনিইকি অtমার পতি ? মাধবী। হা সখি, সেই তোর পতি। মহিলা । সে আমার পতি তো নয়, সে কেবল অধৰ্ম্মেই পতিত।