পাতা:কুলীন কুলসর্ব্বস্ব নাটক.djvu/১১৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( ১০২ ) মাধবী। কেন ভাই এমন কথা বল্যি ? মহিলা । বলি কেন, বলি সে তে আমার নয়ন পথে কখন পতিত হলে না, তাহাদ্বারা দুঃসহ যৌবন যাতন হইতে তো নিস্তার পেলেম না, তবে সে কি পতি ? তাকে পতি বলবো কেন ? মাধবী। (সপরিহাসে) তবে কাকে বলবি বল ? মহিলা। কেন ? বলবার আবার ভাবন কি ? কতে লোক আছে। অামিতে তোর মত নৈ, কেন হবে ? লোকে বলে “আমি ফুরালে আমসি, যৌবন ফরালে বাদে বসি ” এমন সুখের সময় কেন দুঃখে কাটাব ? তুইও আমার মতে আয়, কেন যৌবন বিফল করিতেছিস্ ? মাধবী। মহিলে কি কহিলে ? কুলকামিনী দিগের পুরুষান্তর অভিলাষ করা বড়ই মন্দ। যদি বিধি নিরবধি সেই গুণনিধিকে বঞ্চিত করেন কি করি ! এই অকি , ঞ্চিৎকর যৌবন ভার চিরদিন কি সঞ্চিত থাকিবে ? কখনও কালের মুখে পড়িবে না? না পড়ক, পরপুরুষের প্রতি কদাচ দৃষ্টি প্রদান করিব না। মহিলা। তোর ভাই যেমন কথা— পরপুরষ আপনপুরুষ’ কি লো ? পুরুষ হলেই হয় আমি যা বুঝি। আপনার বল কারে, আপন নাহি সংসারে, শুন সই বলি কিছু সার। সকলি জেন লো পর, পর বিনা হিতকর, কেহ নহে কদাচ কাহার ॥