পাতা:কুলীন কুলসর্ব্বস্ব নাটক.djvu/১১৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( )eNరి ) জন্ম হয় পর ঘরে, বিবাহ করিয়া পরে, পরে দেশান্তরে নিয়া যায় ] পরঘরে হয় বাস, পর দ্রব্যে অভিলাষ, পরবৈ কে কারে কোথা পায় ॥ পরে প্রেম করে দান, পর প্রতি অভিমান, হয় সবে পর সুখে সুখী । পরদুঃখে দুঃখ পায়, পরের প্রেমের দায়, পরস্পর দেখ বিধুমুখি । অমূল্য যৌবন ধন, পরে হবে বিতরণ, পরনিয়া থাকা চির দিন । পরের সঙ্গের সঙ্গী, পররঙ্গে সদা রঙ্গী, দেখ সখি পরে পরাধীন ॥ শুৰুলি, আর কেন ? এখন আয় আমার সঙ্গে । মাধবী। সখি লোকে বলে “ কুকৰ্ম্ম করিলে পরকাল যায়, ” তাই ভাবি, অল্পকালের নিমিত্ত পরকালট নষ্ট করিব ? মহিলা। (হাস্যমুখে) মাধবি তোর বোধ নাই “পরকাল পরের কথা” তা বলে কি এখন উপস্থিত সুখে বিমুখ হওয়া যায় ? মাধবী। ই তাও বটে, কিন্তু আপাতত এই যে পোড় পাড়ার লোকে অখ্যাতি করিবে তার কি করি দিদি ?