পাতা:কুলীন কুলসর্ব্বস্ব নাটক.djvu/১১৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( سeb لا ) দেখিলাম বাসায় বসিয়া আছে বর। প্রবীণ বয়স শীর্ণ জীর্ণ কলেবর ॥ ৰূপের কি কব কথা অতি অপৰূপ । ভুবনে তাহার কেহ নহে অনুৰূপ ৷ সিদ্ধিতে নাহয় সিদ্ধি অকিঞ্চন গাজ। দুলু ঢুলু আঁখি মুখে উঠিতেছে গাজ । শূল ধরে সে বাতুল কপালে আগুন । গুণের মধ্যেতে তার অাছে তমোগুণ ৷ গঙ্গাকে ধরিয়া শাদা হয়েছে কি কেশ । এবর সে দিগম্বর খেপা ব্যোমকেশ ৷ তমাক টানিয়া মরে কাশিতেই । বোধ হয় হয় গয়া এবার কাশিতে ॥ মরণ পোড়ার মুখে কেনবা এসেছে। চিত্রগুপ্ত বুঝি খাত ভুলিয়া বসেছে। শুনলি বরের কথা আর বেতে সাধ আচে দিদি ? কামিনী । তুই বুঝিসনে—হওয়া ভাল রে। কিশোরী। আমাদের যা হৌক বড়দিদির কি কপাল ? কামিনী । কেন লো ? তার কি হয়েচে ? কিশোরী ! (নিকটে দেখিয়া সপরিহাসে) হাঁ, এই যে নাম কত্তে না কত্তে বড়দিদি, সেজদিদি, দুজনেইএয়েচে । వ్రైఙia:.*